নেপাল দলের ম্যানেজার বাংলায় বললেন...

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২২ ০৫:৪৬; আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০৬:৩৫

নেপাল দলের ম্যানেজার গোপাল ছেত্রী। ছবি: সংগৃহীত

আগামী ২১ ও ২২ জুন বঙ্গবন্ধু বাংলাদেশ-নেপাল রাগবি সিরিজ হতে যাচ্ছে। আর্মি স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজ খেলতে এরই মধ্যে নেপাল দল ঢাকায় এসে পৌঁছেছে। এসেই দলটির ম্যানেজার গোপাল ছেত্রী পরিষ্কার বাংলায় বললেন, ‘বাংলাদেশ জিতলেও খুশি, নেপাল জিতলেও খুশি। কারণ এটা প্রীতি সিরিজ।’

বাবার চাকরি সূত্রে গোপালের ভারতের বাংলাভাষী অঞ্চলে থাকার সুযোগ হয়েছে। সেই থেকে বাংলাটা বেশ ভালোই রপ্ত করেছেন সাবেক এই বডিবিল্ডার। বডি বিল্ডিং থেকে বেশ কয়েক বছর আগে রাগবিতে যোগ দেন তিনি।

আজ (রবিবার) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাগবি সিরিজ সামনে রেখে সংবাদ সম্মেলনে গোপাল বলেছেন, ‘বাংলা ভাষা আমার কাছে খুব ভালো লাগে। বাবা ভারতের আর্মিতে চাকরি করতেন। সেই সূত্রে কলকাতা, আসামসহ অনেক অঞ্চলে থেকেছি। তখন থেকেই বাংলার চর্চা।’

কয়েক বছর আগে বাংলাদেশ জিতেছিল নেপালের বিপক্ষে। ২০১৫ ও ২০১৭ সালে দুটি ম্যাচ জেতার রেকর্ড আছে। এবারও ইতিবাচক ফল চাইছে স্বাগতিকরা।

বাংলাদেশের সহকারী কোচ আব্দুল কাদের বলেছেন, ‘আমাদের ছেলেরা চেষ্টা করে যাচ্ছে ভালো কিছু করার। এই খেলার মাধ্যমে দেশকে নতুন করে পরিচিত করতে। আশা করছি, আমরা ভালো কিছু করে দেখাতে পারবো।’



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top