ওয়ানডে ক্রিকেট নিয়ে উদ্বিগ্ন নয় আইসিসি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুলাই ২০২২ ০৬:১০; আপডেট: ২২ মে ২০২৪ ০০:১২

ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে ভালোই আলোচনা শুরু হয়েছে। ওয়াসিম আকরামের মতো কিংবদন্তি এই ফরম্যাটের কোনো ভবিষ্যৎ দেখছেন না। এই আলোচনার রেশ কাটার আগেই অতিরিক্ত খেলার ধকলে যখন বেন স্টোকস ওয়ানডে থেকে অবসর নিলেন, তখন সত্যিই এই ফরম্যাটের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে আইসিসি ওয়ানডের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয়।

ক'বছর আগেও ক্রিকেটের সবচেয়ে উপভোগ্য সংস্করণ ছিল ওয়ানডে। কিন্তু ধুন্ধুমার টি২০'র দাপটে সেই জনপ্রিয় ফরম্যাটের জৌলুস এখন হারিয়ে যেতে বসেছে। ওয়ানডের আবেদনও এখন অনেকের কাছে কমে গেছে। বেন স্টোকসের অবসর ইস্যু যোগ হওয়ায় আলোচনাটা বেশি হচ্ছে ওয়ানডে নিয়ে।

এর মধ্যে আবার ২০২৭ বিশ্বকাপের জন্য আইসিসির চলমান বাছাই প্রক্রিয়া ওয়ানডে সুপার লিগ থাকছে না। তাই ওয়ানডে ক্রিকেট প্রকৃত অর্থেই গুরুত্ব হারাবে বলে মনে করছেন অনেকে। কেউ কেউ আবার ওয়ানডের সংখ্যা কমিয়ে দেওয়ার পরামর্শও দিয়েছেন। কিন্তু আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) সে আভাস মিলছে না। তাঁরা ওয়ানডের সংখ্যা আগের মতো রাখছেন। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, 'আমরা কাঠামো নিয়ে কথা বলেছি। তিন সংস্করণের খেলা নিয়ে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন মত দেখা গেছে। এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটের সংখ্যায় তেমন পরিবর্তন আসার কথা নয়।'

আসলে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। নিজেদের ঘরোয়া এসব টি২০ টুর্নামেন্টের জন্য সব দেশই আলাদা উইন্ডো নিশ্চিত করে রেখেছে। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট তো থাকছেই। তাই অতিরিক্ত ক্রিকেটের সমস্যা আপাতত সমাধান হচ্ছে না। এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী বলেন, 'সদস্য দেশগুলো নিজেদের ঘরোয়া লিগের প্রতি আগ্রহ দেখাচ্ছে। অন্যদিকে, আন্তর্জাতিক দ্বিপক্ষীয় সিরিজগুলোও খুব শক্তিশালী মনে হচ্ছে। এ ক্ষেত্রে সব দলকেই এ দুইয়ের মধ্যে ভারসাম্য আনতে হবে। এমনভাবে সূচি তৈরি করতে হবে, যেন ক্রিকেটারদের ওপর বাড়তি চাপ তৈরি না হয়। তবে সব দলের সমস্যা আবার এক নয়। তাই সবার জন্য একটা নির্দ্দিষ্ট সমাধান দেওয়াও কঠিন।'

আগামী এফটিপিতে সবচেয়ে বেশি ৫৯টি ওয়ানডে খেলবে বাংলাদেশ, দ্বিতীয় সর্বোচ্চ ৫৮টি খেলবে শ্রীলঙ্কা।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top