অক্টোবরে টাইগারদের শ্রীলঙ্কা সফর

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২০ ০১:১৫; আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২০ ০১:২৪

ফাইল ছবি

টাইগারদের আসন্ন শ্রীলঙ্কা সিরিজ বাতিল হলেও শিগগিরই টাইগারদের এই সফর শুরু হবে।

পূর্বের শিডিউল অনুযায়ী এই সফর হতে না পারলে ও কিছুদিন পরে এই সফর হওয়ার কথা জানালেন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান।

সফরের নিশ্চয়তা দিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিসিবি চেয়ারম্যান জানান সব অনিশ্চয়তা দূর করে আমাদের জাতীয় দল শ্রীলঙ্কা খেলতে যাচ্ছে। স্বাভাবিকভাবেই আগের নির্ধারিত সময়ে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করা হবে না টাইগারদের। সিরিজ অন্তত সপ্তাহদুয়েক পিছিয়ে যাবে। তবে সফরটি হবে এটা মোটামুটি নিশ্চিত।

অক্টোবরের প্রথমদিকে শ্রীলঙ্কা সফরের সম্ভাব্যতা দিয়ে তিনি বলেন, আমরা শ্রীলঙ্কা খেলতে যাব। কারণ শ্রীলংকা বোর্ড চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব সিরিজটা আয়োজন করতে। ওদের একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট ছিল যা এখনো নিশ্চিত না। ওদের হাতেও সময় আছে। তাই আশা করছি সোমবার বা মঙ্গলবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে তারা। যদি ইতিবাচক হয় আমরা আগামী মাসের ৭-১০ তারিখের মধ্যে কলম্বো যেতে পারি।
খবর-যুগান্তর

  • এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top