টাইগারদের 'তাবলিগ জামাত টিম' বললেন তসলিমা
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২২ ১৬:১২; আপডেট: ৫ জুন ২০২৩ ০৮:৩৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দিনকাল খুবই খারাপ যাচ্ছে। কোনো ফরম্যাটেই ভালো কিছু হচ্ছে না। দলের প্রায় সবার পারফর্ম্যান্সই পড়তির দিকে। আফগানিস্তানের কাছে ৭ উইকেটের বিশাল হারে শুরু করেছে এশিয়া কাপ।
চারদিকে চলছে সমালোচনার ঝড়। এর মাঝেই নতুন আলোচনা উস্কে দিলেন তসলিমা নাসরিন।
টুইটারে বাংলাদেশ দলের একটি পুরনো ছবি শেয়ার করেছেন এই প্রখ্যাত নারীবাদী লেখিকা। যাতে তামিম-মাশরাফিসহ দলের কয়েকজনকে ক্রিকেট মাঠে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে। নামাজের ইমামতি করছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ছবিটি ২০১৯ সালে নিউজিল্যান্ড সফরের সময়কার বলে ধারণা করা হচ্ছে। যা শেয়ার দিয়ে তসলিমা লিখেছেন, 'বাংলাদেশ তাবলিগ জামাত টিম'।
লেখালেখির জগতে ডুবে থাকলেও ক্রিকেটের খোঁজখবর রাখেন তসলিমা। নিয়মিত না হলেও সোশ্যাল সাইটে ক্রিকেট বিষয়ে তার পোস্ট দেখা যায়। আর জুমার নামাজ পড়ার ছবি পোস্ট করাও বাংলাদেশের ক্রিকেটে নিয়মিত ঘটনা। প্রতি জুম্মা বারেই ক্রিকেটারদের নামাজ আদায়ের ছবি পোস্ট করতে দেখা যায়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: