তাকরিমকে মুশফিকুর রহিমের অভিনন্দন

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২ ২০:২৬; আপডেট: ২৯ মার্চ ২০২৪ ০৪:০৭

 

সউদী আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনকে টপকে তৃতীয় স্থান অধিকারী ১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

তিনি তার ফেসবুকে তাকরিমকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমার জন্য খুবই গর্বিত। দয়া করে আমাদের তোমার প্রার্থণায় রেখো। উল্লেখ্য, প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে তাকরিম এক লাখ রিয়াল (প্রায় সাড়ে ২৭ লাখ টাকা) পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট লাভ করে। তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আব্দুর রহমান মাদরাসার শিক্ষক এবং মা গৃহিণী।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top