ভারতের কাছে বিশাল ব্যবধানে বাংলাদেশের হার

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২২ ০৯:১৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ০১:০৮

ছবি: সংগৃহীত

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতের দেওয়া ৪১০ রানের টার্গেটে খেলতে নেমে কোনো রকম প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। ঢাকার দাপুটে লিটন বাহিনী চট্টগ্রামে রীতিমতো অসহায় আত্মসর্ম্পণ করেছে। হেরেছে ২২৭ রানে।

ওয়ানডে নয়; ইষান কিষাণ যেন টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। চার-ছক্কায় টাইগার বোলারদের নাস্তানাবুদ করছিলেন। সাজঘরে ফেরার আগে ১৩১ বলে ২৪ চার ও ১০ ছক্কায় ২১০ রান করেন তিনি। সেঞ্চুরি তুলে নেন বিরাট কোহলিও। ১১৩ রান করেন তিনি। তাতে ৮ উইকেটে ৪০৯ রান সংগ্রহ করে ভারত। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এটি ভারতের দলীয় সর্বোচ্চ। জবাবে ৩৪ ওভারেই বাংলাদেশ গুটিয়ে যায় ১৮২ রানে।

সর্বোচ্চ ৪৩ রান করেন সাকিব আল হাসান। লিটন দাস ২৯ ও ইয়াসির আলী করেন ২৫ রান। ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শার্দুল ঠাকুরের।

ইষানের দেড়শো, কোহলির ফিফটি

ধবল ধোলাই এড়ানোর ম্যাচে বিধ্বংসী হয়ে উঠেছেন ইষান কিষান। পেরিয়ে গেছেন দেড়শো রানের ঘর। ইষানকে যোগ্য সঙ্গ দিচ্ছেন বিরাট কোহলি। ইতোমধ্যে ফিফটি হাঁকিয়েছেন তিনি। ২৭.৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২১৬ রান ভারতের। ইষান কিষাণ ১০৪ বলে ১৭ চার ও ৮ ছক্কায় ১৫৭ নিয়ে ক্রিজে রয়েছেন। ৫৪ বলে ৪ চারে ৫০ রান কোহলির।

ধাক্কা সামলে ইনিংস বড় করছেন ইষান-কোহলি

টানা দুই জয়ে সিরিজ জিতেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ভারতকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। শুরুতে বোলিংয়ে নেমে দ্রুতই সাফল্য পেয়েছিল বাংলাদেশ। ভারতের দলীয় ১৫ রানে ওপেনার শিখর ধাওয়ানকে ফিরিয়ে দেন মেহেদী হাসান মিরাজ। ধাওয়ান ৩ রানে ফেরার পর ক্রিজে থিতু হন ইষান কিষাণ ও বিরাট কোহলি। ১৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৯৯ রান। ইষান ৭১ এবং কোহলি ১৯ রান নিয়ে ক্রিজে রয়েছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top