জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৭ জুন ২০২৩ ১৮:১৪; আপডেট: ১ মে ২০২৫ ২০:২৯
-2023-06-17-12-14-13.jpg)
দাঁড়াতেই পারছে না আফগানিস্তান। টাইগার পেসারদের দাপটে ধুঁকছে তারা। গুনছে হারের প্রতিক্ষার প্রহর। ইতোমধ্যে হারিয়ে ফেলেছে ৭ উইকেট। চোটাক্রান্ত হাশমতুল্লাহ শাহিদিকে যোগ করলে উইকেট সংখ্যা ৮! এই সময়ে তাদের মোট রান ১০০; জয়ের জন্য শেষ ৩ উইকেটে চাই ৫৬২ রান।
২ উইকেটে ৪৫ রান নিয়ে দিন শুরু করে আফগানিস্তান। মাত্র ৩ রান যোগ করতেই হারায় তৃতীয় উইকেট। জামাল নাসিরকে ফেরান এবাদত হোসেন। এরপর আফসার জাজাইকে নিজের শিকার বানান শরিফুল ইসলাম। জামাল ও জাজাই দু’জনেই আউট হন ৬ রান করে।
এরপর তাসকিনের আঘাত, ৩০ রান করে ফেরেন রহমত শাহ। তাকে লিটন দাসের ক্যাচ বানান তিনি। আর দলীয় ৯৮ রানে করিম জানাতের উইকেট ভাঙেন এই পেসার।
প্রথম ইনিংসে নিজেকে হারিয়ে খোঁজা তাসকিন এই ইনিংসে ইতোমধ্যেই শিকার করেছেন ৩ উইকেট। সমান ৩ উইকেট শরিফুলেরও। অন্যটি এবাদতের।
আপনার মূল্যবান মতামত দিন: