তামিমকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত লিটন
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৭ জুলাই ২০২৩ ২৩:২৫; আপডেট: ১ মে ২০২৫ ১৯:৩৯
-2023-07-07-17-24-46.jpg)
তামিম ইকবালের বিদায় নেওয়ায় আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন লিটন। সেখানে তামিমকে নিয়ে একাধিক প্রশ্ন করায় বিরক্ত প্রকাশ করেন তিনি।
তামিম না থাকায় তাকে মিস করবেন কিনা শুরুতেই এমন প্রশ্নে লিটন বলেন, 'বলাটা খুব কঠিন। আমি আজকে আছি, কালকে ইনজুরি হয়ে গেলে কিন্তু বাংলাদেশ আমাকে মিস করবে না। এটাই স্বাভাবিক। সামনের দিকে যাওয়ার পথে নতুন ক্রিকেটাররা আসতে থাকবে।
একটা সময় তারা আসবে, বা আমরা চলে যাব। এটা হতেই থাকবে। অবশ্যই উনি যদি থাকতেন ভালো হতো, নাও হতে পারত। এখন যেহেতু নেই, এটা নিয়ে কথা বলার দরকার নেই, আমার মনে হয়।'
তামিমের অবসর প্রসঙ্গে একাধিক প্রশ্নে বিরক্ত হয়ে তিনি বলেন, 'যেহেতু আগামীকাল ম্যাচ, আমরা যদি এই বিষয়ে কথা না বলি ভালো হয়। আমরা এখনও একটা ম্যাচ পিছিয়ে আছি, আফগানিস্তান আমাদের চেয়ে এগিয়ে আছে। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি।
এর চেয়েও বড় হলো, আগামীকালকে কীভাবে জিততে পারি। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে। বড় ভাইও কিন্তু একটা জিনিস বলে গেছে, সব কিছুর আগে দল। উনি কিন্তু যেতে যেতে এই কথাটাই বলে গেছেন, আমরা দলের জন্য খেলি, দলই সবার আগে।'
অনুরোধের পরও তামিমকে নিয়ে ফের প্রশ্ন করা হলে ক্ষুধ হয়ে লিটন বলেন, 'সংবাদ সম্মেলনটা কি আগামীকালের কিছু নিয়ে হচ্ছে? তা না হলে লিটন দাসের এখানে থাকার দরকার নেই। বোর্ড সভাপতি বা কোচকে এখানে ডাক দেন। তারা বলতে পারবেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে এসেছি এখানে।'
আপনার মূল্যবান মতামত দিন: