আহমেদাবাদে পাক-ভারত লড়াই, বেড়ে গেল বিমান ভাড়া

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৩ ২২:৩৫; আপডেট: ১ মে ২০২৫ ১৯:৫৬

ছবি: সংগৃহীত

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৫ অক্টোবর ভারতে বসছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩-এর আসর। আসরে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে একই মাসের ১৫ তারিখে, আহমেদাবাদে। এরই মধ্যে ম্যাচটি ঘিরে সমর্থকদের মধ্যে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। তারই প্রভাব পড়েছে বিমান ভাড়ায়।

রোববার জিও নিউজ জানিয়েছে, আগামী ১৪ অক্টোবর দিল্লি-আহমেদাবাদ এবং মুম্বাই-আহমেদাবাদ রুটের বিমান ভাড়া বাড়িয়েছে কর্তৃপক্ষ। এর আগে যে ভাড়া ছিল ১৫ হাজার ভারতীয় রুপি, তা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার রুপিতে।

সূত্র জানাচ্ছে, ম্যাচ উপলক্ষে টিকিটের বুকিং তিন মাস আগেই শুরু হয়ে গেছে। বর্তমানে দিল্লি থেকে আহমেদাবাদ কিংবা মুম্বাই থেকে আহমেদাবাদের এক রুটে সরাসরি বিমান যাতায়াত রয়েছে। বিশ্বকাপের সময় সেটি দুই রুটে বাড়ানো হবে।

এর আগে আইসিসি চিরপ্রতিদ্বন্দ্বী দু’টি দেশের ম্যাচের সূচি ঘোষণার পরই আহমেদাবাদে হোটেলের ভাড়া বৃদ্ধির খবর জানায় সংবাদমাধ্যম। এবার তার সাথে যুক্ত হলো অতিরিক্ত বিমান-ভাড়াও।

শুধু তাই নয়; কিছু হোটেলে সিটের ভাড়া নাকি এক লাখ রুপির মতো বাড়ানো হয়েছে। অথচ সাধারণত শহরটিতে হোটেলের সিটভাড়া ৫-৮ হাজার রুপির মতো।

ট্রাভেল এজেন্ট বলছেন, ভারত-পাকিস্তান ম্যাচের সূচি ঘোষণার পর টিকিটের দামও বেড়েছে ৫ গুণ, আগস্ট ও সেপ্টেম্বরেই প্রতিটি টিকিট ৩ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top