১৭ সেপ্টেম্বর আসছেন কিউইরা, সূচি ঘোষণা বিসিবির

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৩ ২২:০২; আপডেট: ১৭ মে ২০২৪ ১১:৪১

ছবি: সংগৃহীত

এশিয়া কাপ ও বিশ্বকাপের মাঝে নিউজিল্যান্ডের সঙ্গে একটি দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে যাওয়ার আগে এই সিরিজ নিজেদের ঝালাই করে নেওয়ার বড় সুযোগ হিসেবে দেখছেন টাইগাররা।

তিন ম্যাচ ওয়ানডে ও দুই টেস্টের এই সিরিজ সামনে রেখে সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বৃহস্পতিবার এক বিবৃতিতে সূচি ঘোষণা করে বিসিবি। সূচি অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসবেন কিউইরা।

এর তিন দিন পর শুরু হবে ওয়ানডে সিরিজ। ওই দিন অনুশীলন ম্যাচ হবে। ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।

আর টেস্ট সিরিজটি হবে বিশ্বকাপ শেষে। আগামী ২১ নভেম্বর আসবে কিউই টেস্ট দল। প্রথম টেস্ট ২৮ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আর দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও টেস্টের ভেন্যু কী হবে, তা এখনো জানায়নি বিসিবি।

সূচি:
১৭ সেপ্টেম্বর- ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড

২১ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে- মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২৩ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২৬ সেপ্টেম্বর- তৃতীয় ওয়ানডে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম (ম্যাচ শুরু দুপুর ২টায়)

২১ নভেম্বর- নিউজিল্যান্ডের টেস্ট দল ঢাকায় অবতরণ করবে।

২৩-২৪ নভেম্বর- দুই দিনের প্রস্তুতি ম্যাচ (ভেন্যু এখনো ঠিক হয়নি)

২৮ নভেম্বর- প্রথম টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)

৬ ডিসেম্বর- দ্বিতীয় টেস্ট (ভেন্যু এখনো ঠিক হয়নি)

২৬ আগস্ট সাকিবরা এশিয়া কাপ খেলতে যাবে। ৩১ আগস্ট ক্যান্ডিতে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩ সেপ্টেম্বর লাহোরে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচ। গ্রুপ পর্ব ও সুপার ফোর পেরোতে পারলে কলম্বোয় ১৭ সেপ্টেম্বর ফাইনাল।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top