বাংলাদেশের পর আফগানদের কাছেও হারল শ্রীলংকা
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৩ ২৩:৫১; আপডেট: ১ মে ২০২৫ ০৫:২৫

বাংলাদেশের পর আফগানিস্তানের মতো তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের সঙ্গেও হারল শ্রীলংকা ক্রিকেট দল।
ক্রিকেট বিশ্বকাপ শুরুর আগে নিজেদের দুটি প্রস্তুতি ম্যাচে হেরে ব্যাকফুটে রয়েছে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত শুক্রবার বাংলাদেশের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে ৪৯.১ ওভারে ২৬৩ রানেই অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৪৮ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ।
আজ মঙ্গলবার গুজরাটের বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে শ্রীলংকা। এদিন আফগান বোলারদের তুলোধুনে করে ৮৭ বলে ১৯টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১৫৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেন কুশাল মেন্ডিস। তার ব্যাটিং তান্ডবে ৪৬.২ ওভারে ২৯৪ রান করে শ্রীলংকা।
জয়ের জন্য ডিএল মেথডে ৪২ ওভারে আফগানিস্তানের টার্গেট দাঁড়ায় ২৫৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ বল হাতে রেখে ৬ উইকেটের দাপুটে জয় পায় আফগানিস্তান।
টার্গেট তাড়ায় ১৯ রানে ওপেনার ইব্রাহিম জাদরানের উইকেট হারায় আফগানিস্তান। এরপর দলের হাল ধরেন রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহ। দ্বিতীয় উইকেটে তারা ২১২ রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে বিশ্রামে যান।
এরপর ব্যাটিংয়ে নেমে ২৩ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন নজিবুল্লাহ জাদরান ও আজমতউল্লাহ ওমরজাই।
দলের জয়ে ৯২ বলে ৮টি চার আর ৯টি ছক্কার সাহাযে ১১৯ রান করেন রহমানউল্লাহ গুরবাজ। ৮২ বলে ১০টি চার আর তিনটি ছক্কার সাহায্যে ৯৩ রান করেন অধিনায়ক রহমত শাহ।
আপনার মূল্যবান মতামত দিন: