বিশ্বকাপে প্রথম জয় পেল অস্ট্রেলিয়া, অপেক্ষা বাড়ল শ্রীলঙ্কার

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩ ২২:৫৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

ছবি: সংগৃহীত

অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ভারত বিশ্বকাপে নিজেদের প্রথম জয় তুলে নিলো তারা। প্রথম দুই ম্যাচে হারের পর তৃতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্টের খাতা খুললো সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে প্রথম জয়ের জন্য অপেক্ষা বাড়ল শ্রীলঙ্কার।

ভারত রত্ন স্টেডিয়ামে সোমবার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কার মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। উভয় দলই নিজেদের তৃতীয় ম্যাচে এসেও ছিল প্রথম জয়ের খোঁজে। যেখানে এগিয়ে গেল অজিরাই। আগে ব্যাট করে শ্রীলঙ্কার দেয়া ২১০ রানের লক্ষ্য ৮৮ বল আর ৫ উইকেট বাকি থাকতেই পেরিয়ে যায় তারা।

অবশ্য শুরুতে জোড়া উইকেট তুলে নিয়ে লড়াইয়ের পূর্বাভাস দিয়েছিলেন। চতুর্থ ওভারে ফেরান অজিদের সেরা দুই ব্যাটার ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথকে। ওয়ার্নার ৬ বলে ১১ রান করলেও স্মিথ ৫ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।

তবে এরপর যারা এসেছেন, সবাই দায়িত্ব নিয়েছেন। আর কোনো সুযোগ দেননি লঙ্কানদের। লাবুশানেলে নিয়ে প্রাথমিক বিপর্যয় সামলান মিচেল মার্শ। ৫৭ রানের জুটি ভাঙে মার্শ রান আউট হয়ে ফিরলে। ৫১ বলে ৫২ রান আসে তার ব্যাটে।

জশ ইংলিশকে নিয়ে জয়ের পথ আরো সহজ করে তুলেন লাবুশানে। এই জুটিতে আসে ৭৭ রান। মাদুশঙ্কার তৃতীয় শিকার হয়ে ৬০ বলে ৪০ রানে ফেরেন লাবুশানে। ইনিংস শেষ করতে পারেননি ইংলিশও, ফিফটি তুলে আউট হন ৫৯ বলে ৫৮ রান করে। জয় থেকে অজিরা তখন মাত্র ১৮ রান দূরে।

বাকি কাজটা সমাধা করেন ম্যাক্সওয়েল। ২১ বলে ৩১ রান আসে তার ব্যাটে। অপরপ্রান্তে স্টয়নিস অপরাজিত থাকেন ১০ বলে ২০ রানে।

এর আগে মাত্র ৪৩.৩ ওভারে ২০৯ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। অথচ সংগ্রহটা অনায়াসেই পেরিয়ে যেতে পারতো তিনশো রানের গণ্ডি৷ শুরুটা সেভাবেই করেছিল শ্রীলঙ্কা। টসে জিতে ব্যাট করতে নেমে বিনা উইকেটে তুলে শতাধিক রান। রান তুলতে থাকে প্রায় ছয় করে ওভারে। ২১.৪ ওভারে এসে ১২৫ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা।

উদ্বোধনী জুটি ভাঙেন প্যাট কামিন্স। পাথুম নিশানকা ফেরেন ৬৭ বলে ৬১ রানে। দলের সংগ্রহ দেড়শো পার হলে ফেরেন কুশল পেরেরাও। তাকেও ফেরান কামিন্স। এই ব্যাটার আউট হন ৮২ বলে ৭৮ রানে। এখান থেকেই ধসের শুরু। ২৬ ওভারে ১৫৭/১ থেকে ২৯.১ ওভারে ১৬৬/৪ এ পরিনত হয় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে ৯ ও সামারাবিক্রমাকে ৮ রানে ফেরান অ্যাডাম জাম্পা।

দারুণ ছন্দে থাকা দুই ব্যাটারকে হারিয়ে মেরুদণ্ড ভেঙে যায় লঙ্কানদের। এর মাঝেই নামে বৃষ্টি। ৩৩তম ওভারে এসে প্রায় একঘন্টা বন্ধ থাকে খেলা। তবে তাতেও বিপদ কাঁটিয়ে উঠতে পারেনি এশিয়ান জায়ান্টরা, নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট।

বৃষ্টির পর পাঁচে নামা চারিথ আসালাঙ্কাই যা একটুখানি লড়াই করেন। তার ব্যাটেই দুইশো পেরোয় শ্রীলঙ্কার সংগ্রহ। ৩৯ বলে ২৫ করেন আসালাঙ্কা। ২১ ওভারে বিনা উইকেট ১২১ রান থেকে ৪৩.৩ ওভারে মাত্র ২০৯ রানে শেষ হয় লঙ্কানদের ইনিংস।

মাত্র ৫২ রানে শেষ ৯ উইকেট হারায় শ্রীলঙ্কা। আরো অবাক করা বিষয় হলো দুই ওপেনার ছাড়া কেবল পাঁচে নামা আসালাঙ্কাই ছুঁয়েছেন দুই অঙ্কের ঘর। বাকি সাতজনের সম্মিলিত রান ৩২! একাই ৪ উইকেট নিয়ে যেখানে বড় ভূমিকা রাখেন জাম্পা, দুটো করে উইকেট নেন কামিন্স আর স্টার্ক।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top