ওয়ার্নারের ক্যাচ ফেলার মাশুল দিচ্ছে পাকিস্তান

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৩ ১৭:২৬; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ২৩:৩৫

ছবি: সংগৃহীত

জীবন পেলে ডেভিড ওয়ার্নার কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তাই দেখছে পাকিস্তান। ঝড়ের গতিতে ব্যাট করছেন এই অজি ওপেনার। তার ক্যাচ ছাড়ার মাশুল দিচ্ছে বাবর আজমের দল। এরই মধ্যে ওয়ার্নার তুলে নিয়েছেন ফিফটি। ওয়ার্নার মাঠে আছেন ৪৭ বলে ৬৩ রানে।

ওয়ার্নারকে সঙ্গ দিচ্ছেন মিচেল মার্শ। পাল্লা দিয়ে রান বাড়াচ্ছেন তিনি। ফিফটি তুলে নিয়েছেন তিনিও। ৪০ বলে পূরণ করেন অর্ধশতক। এখন অপরাজিত আছেন ৪৩ বলে ৫৭ রানে।

দু'জনের বিধ্বংসী যুগলবন্দীতে চোখে সর্ষেফুল দেখছে পাকিস্তান। যে বোলিং নিয়ে তাদের এতো অহমিকা, তাদের পাত্তাই দিচ্ছেন না অজি দুই ওপেনার। অবশ্য ওয়ার্নার একটা সুযোগ দিয়েছিলেন বটে। তবে সহজ ক্যাচ মিস করে ওয়ার্নারকে জীবন দিয়েছেন উসামা মির।

পাওয়ার প্লেতেই রেকর্ড ৮২ রান করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত পাওয়ার প্লেতে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। এখনো চলছে ঝড়। ১৫ ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে ১২৮ রান।

এর আগে শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে আগে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় পাকিস্তান। তবে অধিনায়কের সিদ্ধান্তকে এখন পর্যন্ত সম্মান জানাতে পারেননি শাহিন আফ্রিদি, হারিস রউফরা।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top