পিএসজি শিবিরে দুঃসংবাদ: ইনজুরিতে এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২০ ২৩:৫০; আপডেট: ৩ নভেম্বর ২০২০ ২৩:৫১
-2020-11-03-17-49-58.jpg)
হালকা ইনজুরিতে পড়ায় চ্যাম্পিয়ন লীগের আরবি লেইপজিগের সাথে খেলা হচ্ছে না বিশ্বকাপ জেতা ফরোয়ার্ড এমবাপ্পের।
প্যারিস সেইন্ট জার্মানের এই ফরোয়ার্ডের আগে ইনজুরিতে আক্রান্ত হন সাইডলাইনের নেইমার ও মাওরো ইসকার্দি।
২১ বছর বয়সী এই ফরোয়ার্ডের ইনজুরির বিষয়টি মার্চ-পূর্ব এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন থমাস তাছেল।
তবে পিএসজির এই ফরোয়ার্ডের বিশ্রাম নেয়া প্রয়োজন মনে করে ইনজুরী অত গুরুত্বপূর্ণ নয় বলেই মনে করছে ক্লাবটি।
এই ফরোয়ার্ডের লেইপজিগের সাথে খেলার কোন সম্ভাব্যতা নেই বললেই চলে।
ফিক্সচার তৈরীর সময় সে পূর্ন অনুশীলনে আসতে পারে নি। এই সিদ্ধান্তের ফলে গ্রুপ এইচ এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হবে না তার।
৪৮ ঘন্টার পূর্বে তার ম্যাচে ফেরার সম্ভাবনা নাই বলেই পিএসজির অফিসিয়াল সাইটে জানা হয়েছে।
এই তিন তারকার অনুপস্থিতিতে নতুন কিছু ভাবতে হচ্ছে তুচেলকে।
খুব শীঘ্রই দুই সাউথ আমেরিকানকে আর দেখা যাচ্ছে না।
এদের পাশাপাশি ইনজুরির কারণে মাঠে থাকছে না মারকো ভেরাট্টি ও জুলিয়ান ড্রেক্সলার।
তবে নভেম্বরের শেষের দিকে তারা ফিরতে পারে বলে আশা করা যাচ্ছে।
সূত্র: দ্য গোল.কম
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: