ভারতীয় লাখো দর্শককে চুপ করিয়ে দেওয়াই লক্ষ্য কামিন্সদের
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩ ১৮:৪৫; আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৭:১৫
-2023-11-18-18-44-55.jpg)
শেষের পথে ক্রিকেট বিশ্বকাপ। রোববার (১৯ নভেম্বর) স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামছে ১৩তম ওয়ানডে বিশ্বকাপের। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি।
ফাইনালে মাঠে উপস্থিত থাকবেন প্রায় ১ লাখ ৩০ হাজার ভারতীয় সমর্থক। অস্ট্রেলিয়ার সমর্থক হয়তো থাকবে হাতে গোনা কয়েকজন! তবুও লাখো দর্শককে চুপ করিয়ে শিরোপা উঁচিয়ে ধরতে চান অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
ফাইনালের আগে শনিবার (১৮ নভেম্বর) সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘আমি মনে করি, আপনাকে এটা সামলাতে হবে। নিশ্চিত করেই দর্শক থাকবে একপেশে। কিন্তু খেলায় তো এমন বিপুলসংখ্যক সমর্থকদের চুপ করিয়ে দেওয়ার চেয়ে সন্তুষ্টির আর কিছু হতে পারে না। আমাদের আগামীকালের লক্ষ্য এটাই।’
আহমেদাবাদের পিচ এবং আবহাওয়া প্রসঙ্গে কামিন্স আরও বলেন, ‘এই শহর ও ভেন্যুতে অন্যগুলোর তুলনায় বেশি কুয়াশা থাকবে মনে হচ্ছে। আগামীকাল নামার আগে এটি অবশ্যই আমাদের বিবেচনায় রয়েছে এবং এটি বেশি প্রভাব রাখতে পারে ম্যাচের শেষের দিকে। তবে এটি বলা কঠিন বোলিংয়ে কেমন সহায়তা পাওয়া যাবে, সম্ভবত প্রথম ২০ ওভারে কিছুটা সুইং থাকবে।’
আপনার মূল্যবান মতামত দিন: