বিশ্বকাপ ফাইনাল : অস্ট্রেলিয়া বিপক্ষে আগে ব্যাট করবে ভারত

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৩ ১৪:১৮; আপডেট: ১৯ মে ২০২৪ ১৯:৪৬

- ছবি - ইন্টারনেট

বিশ্ব ক্রিকেটের শিরোপা পুনরুদ্ধারে মাঠে নেমেছে ভারত-অস্ট্রেলিয়া। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি বিশ্ব ক্রিকেটের এই দুই পরাশক্তি। যেখানে টসে জিতে আগে বল করবে অস্ট্রেলিয়া।

অজিরা ঘুচাতে চায় ৮ বছরের শিরোপা অপেক্ষা, ষষ্ঠ বারের মতো রাজত্ব করতে চায় ক্রিকেট বিশ্বে। বিপরীতে ভারত ক্ষুধার্ত ১২ বছর ধরে, ঘরের মাঠে শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ হাতছাড়া করতে চায় না তারা।

বহুল কাঙ্ক্ষিত এই ম্যাচ ঘিরে বিশেষ আয়োজন থাকছে স্বাগতিক ভারতের পক্ষ থেকে। শ্রেষ্ঠত্বের সিংহাসন যদি পায় ফিরে, তবে তা নিবে নতুন মাত্রা। তবে হেরে গেলে সব আয়োজন হয়ে যাবে পানসে। অজিরা উড়াল দেবে দেশে শতকোটি ভারতবাসীর স্বপ্ন ভেঙে।

টস গড়ে দিতে পারে ভাগ্য। সেই টস কথা বলেছে অস্ট্রেলিয়ার হয়েই। যেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত প্যাট কামিন্সের। আগে ব্যাট করবে ভারত দল।

একাদশে নেই কোনো পরিবর্তন। পূর্ণ শক্তির দল নিয়েই ঝাঁপিয়ে পড়ছে উভয় দল।

ভারত একাদশ : রোহিত শর্মা, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্য কুমার, শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, রবিন্দ্র জাদেযা, মোহাম্মদ শামি, কুলদিপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়া কাদশ : ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মার্নাস লাবুশানে, স্টিভেন স্মিথ, জশ ইংলিশ, ট্রাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এডাম জাম্পা, হ্যাজলউড ও গ্লেন ম্যাক্সওয়েল।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top