সফল সার্জারির পর সুস্থতার পথে ম্যারাডোনা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ নভেম্বর ২০২০ ০২:০০; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১০:২৬

দিয়াগো ম্যারাডোনা।

আর্জেন্টাইন লিজেন্ড দিয়াগো ম্যারাডোনা ব্রেইন সার্জারীর পর সুস্থ হয়ে উঠছেন। তার ব্যক্তিগত চিকিৎসক লিওপলদো লুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার (০৩ অক্টোবর) হ্যামাটোমা চিকিৎসায় তাকে নিয়মিত অস্ত্রোপচার করা হয়।

সাবেক এই ফুটবল তারকাকে এনামিয়া ও ডিহাইড্রেশন সমস্যায় গত সোমবার (০২ অক্টোবর) লা প্লাটার এলপেনসা ক্লিনিকে তাকে ভর্তি করা হয়। এরপর তাকে বুয়েন্স আয়ার্স প্রদেশের অলিভস ক্লিনিকে স্থানান্তর করা হয়।

ডিয়াগোর ডাক্তার লুক সাংবাদিকদের বলেন, আমি সফলভাবে তার শরীর থেকে হেমাটোমা বিচ্ছিন্ন করতে সক্ষম হয়েছি এবং সে সহ্য করতে সক্ষম হয়েছে।

ডা. লুক আরো বলেন, ডিয়াগো এখন সম্পূর্ন নিয়ন্ত্রণে। তার ছোট্ট একটি ড্রেইন রয়েছে যা আগামীকাল (০৫ অক্টোবর) অপসারণ করা হয়। হাসপাতালে তার অবস্থানের উপর সব বোঝা যাবে।

বর্তমানে তার অবস্থান সন্তোষজনক বলেই জানান তিনি।

গত শুক্রবার (৩০ অক্টোবর) তার জন্মদিনের দিন সন্ধ্যায় জিমনাসিয়ার ম্যাচে হঠাৎ দুর্বল হয়ে পড়েন তিনি।

পেটরোনাতোর ওই ম্যাচে জিমনাসিয়া ৩-০ গোলে জয় পায়।

অবসরের পর থেকে ম্যারাডোনা শারীরিক বিপর্যয়ে পড়েন। তার শরীরের মেয়াদ বাড়ার পর তার শরীরে গ্যাসট্রিক বাইপাস সার্জারি করা হয়। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর সে অসুস্থ হয়ে পড়ে।

তার পেটের রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ম্যারাডোনা কন্যা গিয়ান্নিনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়ার্তভাবে তার পিতার শারীরিক অবস্থার বিষয় সবাইকে জানান।

ম্যারাডোনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আমি এখনো মৃত্যুর পথে নয়, আমি শান্তিতে ঘুমাই, শান্তিতে কাজ করি।

মানুষের বয়স বাড়ার সাথে সাথে তাকে নিয়ে উদ্বেগ বাড়ে। এখন আমি ভালো আছি।

দ্য গোল.কম

  • এসএইচ

 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top