চতুর্থ দিন শেষে জয়ের খুব কাছে বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৩ ১৭:১৯; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০০
 
                                সিলেট টেস্টে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। চতুর্থ দিন শেষে অনেকটা হাতের মুঠোয় ম্যাচ। অভাবনীয় কিছু না ঘটলে আরো একটা রূপকথার সাক্ষী হতে যাচ্ছে টাইগাররা। মাউন্ট মঙ্গানুই টেস্টের পর ফের গড়তে যাচ্ছে কিউই বধ রূপকথা।
সিলেট টেস্টে জয়ের জন্য নিউজিল্যান্ডকে ৩৩২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩১০ রান করার পর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ থামে ৩৩৮ রানে। প্রথম ইনিংসে অবশ্য ৭ রানের লিড পায় কিউইরা। ৩১৭ রানে তাদের ইনিংস থামে।
৩৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনশেষে ৭ উইকেটে ১১৩ রান করেছে নিউজিল্যান্ড। জয়ের জন্য এখনো ২১৯ রান প্রয়োজন। হাতে আছে ৩ উইকেট।
রান তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। প্রথম ওভারেই রানের খাতা খোলার আগে অধিনায়ক টম লাথামের উইকেট হারায় তারা। কেন উইলিয়ামসনও হতে পারেননি ভরসা, ফেরেন ১১ রানে।
সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই হ্যানরি নিকোলসকেও হারায় নিউজিল্যান্ড। মাত্র ৩০ রানে ৩ উইকেট হারিয়ে অনেকটা মেরুদণ্ড ভেঙে যায় কিউইদের। চা বিরতিতে যায় ৩৭ রানে ৩ উইকেট নিয়ে।
বিরতি শেষে ফিরে ফের ধসের মুখে পড়ে কিউইরা। জ্বলে উঠেন তাইজুল ইসলাম। তুলে নেন জোড়া উইকেট। ফেরান ডেভন কনওয়ে (২২) ও টম ব্লান্ডেলকে (৬)। আর নাইম হাসান এসে গ্লেন ফিলিপসকে ২ রানে ফেরালে ৮০ রানে ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড।
এখান থেকে খানিকটা লড়াই করে কিউইরা। ডেরিয়েল মিচেল ও কাইল জেমিসন মিলে চেষ্টা করেন মান বাঁচানোর। তবে তাইজুল হয়ে দাঁড়ান বাঁধা, ৯ রানে ফেরান জেমিসনকে।
শেষ বেলায় আরো একটা উইকেটের দেখা পেলেও নিউজিল্যান্ড রিভিউ নেয়ায় তা হারায় বাংলাদেশ। ৪৪ রান নিয়ে দিন শেষ করেছেন ডেরিয়েল মিচেল। একমাত্র স্বীকৃত ব্যাটারও তিনিই।

 
                                                    -2020-11-26-17-48-43.jpg) 
                                                     
                                                    -2020-10-22-18-50-41.jpg) 
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: