মুকুট হারালেন সাকিব

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ১০:৩৮

ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে অলরাউন্ডারের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারালেন সাকিব আল হাসান। প্রায় ৫ বছর ধরে একদিনের ক্রিকেটে অলরাউন্ডারের মুকুট নিজের দখলে রেখেছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। বাঁহাতি এই অলরাউন্ডারকে সরিয়ে শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) আইসিসির হালনাগাতকৃত সবশেষ র্যাঙ্কিংয়ে সাকিবকে পেছনে ফেলেছেন আফগান অলরাউন্ডার মুহাম্মদ নবী।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে বোলিংয়ে ১ উইকেট শিকার করেন নবী। এরপর ব্যাট হাতে ১৩৬ রানের বিশাল ইনিংস খেলেছিলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। লঙ্কানদের বিপক্ষে ব্যাট-বলে অনবদ্য নৈপুণ্যের কারণে রেটিং পয়েন্টে সাকিবকে টপকে যান নবী। বর্তমান টাইগার অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১০। অন্যদিকে আফগান এই অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ৩১৪।

বিশ্বকাপের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে সাকিব। ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ মাঠে নেমেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই ম্যাচে আঙুলের চোটে ছিটকে যান তিনি। এ ছাড়া চোখের সমস্যার কারণে আসন্ন শ্রীলঙ্কা সিরিজেও থাকছেন না সাকিব।

ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান হারালেও টি-টোয়েন্টিতে শীর্ষে আছেন সাকিব। ক্ষুদ্রতম সংস্করণে ২৫৬ রেটিং পয়েন্ট টাইগার তারকার। ২১৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস। এ ছাড়া টেস্ট ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় তিনে আছেন সাকিব।




বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top