সাংবাদিক স্বামীকে আহত অবস্থায় উদ্ধার

রাজশাহীতে গৃহবধুর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২৬ ০০:০৫; আপডেট: ৩১ জানুয়ারী ২০২৬ ০০:০৬

রওশন আরা ও গোলাম কিবরিয়া ওরফে সাংবাদিক কামাল মালিক। ছবি:সংগৃহিত

রাজশাহী মহানগরীর হড়গ্রাম এলাকা থেকে গোলাম কিবরিয়া ওরফে সাংবাদিক কামাল মালিকের স্ত্রী রওশন আরা’র (৫০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় সাংবাদিক কামাল মালিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাংবাদিক কামাল মালিক স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপ-সম্পাদক হিসেবে এবং ডাক বিভাগে কর্মরত রয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার রাত ৮টার দিকে হড়গ্রামের তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ বাড়িতে যান। তাঁদের বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরে দরজা ভেঙে তাঁদের বের করা হয়েছে। মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন গোলাম কিবরিয়া। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার সময় বাড়িতে কে ছিলেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় প্যাচানো ছিল। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। আর সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। আর তিনি একধরনের রাসায়নিক দ্রব্য সম্ভবত ড্যামফিক্স পান করেন। তাঁর অবস্থাও সংকটাপন্ন। চিকিৎসা চলছে।

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ ও ক্রাইমসিন কাজ করছে। কীভাবে ঘটনা ঘটেছে, সে বিষয়ে তদন্ত চলছে। ওই দম্পতির বাসার দরজা ভেতর থেকে বন্ধ ছিল। যা–ই ঘটুক, তাঁরা নিজেরাই ঘটিয়েছেন, এটুকু অনুমান করা যাচ্ছে। তদন্ত শেষে চূড়ান্ত মন্তব্য করা সম্ভব হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top