রাজশাহী মহানগর শিবিরের সেক্রেটারি গ্রেফতার
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ০৩:২৫; আপডেট: ৫ জানুয়ারী ২০২৬ ২০:৩৫
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি সিফাত আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে অভিযান চালিয়ে রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সিফাত রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়া এলাকার কোরবান আলীর ছেলে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রফিকুল আলম এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কাছে থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত ককটেলের অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা করা হয়েছে।
সূত্র : জাগো নিউজ

আপনার মূল্যবান মতামত দিন: