ভূলণ্ঠিত কোটি টাকার শখের প্রজাপতি !

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২১ ০৬:৫৬; আপডেট: ২৮ মার্চ ২০২৪ ১৭:৫২

ধুলিঝড়ে কুপোকাত কোটি টাকার শখের প্রজাপতি। ধুলোঝড়ে রাস্তার দুধারে ভূলণ্ঠিত হয়ে পড়ে পাঁচ কোটি ২২ লাখ ব্যয়ে স্থাপিত এসব আধুনিক বাতি। ঝড়ে রাজশাহী নগরীর বিলশিমলা-কাশিয়াডাঙ্গা বাইপাসের সড়ক ডিভাইডারে থাকা ’প্রজাপতি বাতি’ সড়ক বাতির অন্ততঃ ৮৬টি খুঁটি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে প্রায় ৪০টি খুঁটি মাটিতে পড়ে যায়। আরও ৪৬টি খুঁটি হেলে পড়ে। 

নগরীর সৌন্দর্য বাড়াতে মাত্র তিন মাস আগে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) বিদ্যুৎ বিভাগ ‘হ্যারো ইঞ্জিনিয়ারিং’ নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে কাজটি বাস্তবায়ন করে। এতে ব্যয় পাঁচ কোটি ২২ লাখ টাকা। সড়কবাতির খুঁটি ও বাতি চীন থেকে আনা হয়। গত ২৭ জানুয়ারি সড়কবাতিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।খুঁটিগুলোর উপরের অংশে প্রজাপতির মতো ডানা মেলে থাকা দুইপাশে দুটি করে এলইডি বাতি লাগানো হয়। এ কারণে সড়কটি রাজশাহীর ‘প্রজাপতি সড়ক’ নামে পরিচিত পায়।

তিন মাসের মাথায় সড়কবাতিগুলো এভাবে পড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করছে নগরবাসী। তারা ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নীতি এবং গাফিলতি কে দায়ী করছেন। 

রাসিকের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ ও যান্ত্রিক) রেয়াজাত হোসেন রিটু গণমাধ্যমকে বলেন, ঝড়ের কারণে খুঁটিগুলো হেলে পড়েছে। কিছু পড়ে গেছে। আমাদের ওয়ারেন্টির সময় আছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নিজ দায়িত্ব আবার সব ঠিক করে দেবে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top