এবার ওয়ানডের উত্তাপ নিয়ে আসছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১২ মার্চ ২০২৪ ২১:২৯; আপডেট: ৬ মে ২০২৪ ০২:১৫

- ছবি - ইন্টারনেট

টি-টোয়েন্টি ক্রিকেটের উত্তেজনা শেষ। এবার ওয়ানডের উত্তাপ নিয়ে আসছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজ।

বুধবার (১৩ মার্চ) প্রথম ওয়ানডেতে লড়বে দু'দেশ। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। খেলা শুরু দুপুর আড়াইটায়।

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে ফেভারিট হয়েও, টি-টোয়েন্টি সিরিজে হেরেছে টাইগাররা। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দ্বি-পাক্ষিক সিরিজ জয়ের সুযোগই শুধু হারায় নি, প্রায় দুই বছর পর টি-টোয়েন্টি সিরিজেও পরাজিত বাংলাদেশ।

এবার নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে মাঠে নামছে নাজমুল শান্ত বাহিনী। গত বছর বিশ্বকাপের ব্যর্থতার পর নিউজিল্যান্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলেছে টাইগাররা। সেখানে প্রথম দুই ম্যাচে হারলেও, তৃতীয় ওয়ানডে জিতেছে। যা কিউইল্যান্ডে টাইগারদের প্রথম ওয়ানডে জয়। সেই ম্যাচেও নেতৃত্ব ছিলেন নাজমুল শান্ত। সেই জয়ের স্মৃতি নিয়েই লংকানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে স্বাগতিকরা। যদিও গত বিশ্বকাপেও শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে বাংলাদেশ।

২০১৫ বিশ্বকাপ থেকেই বাংলাদেশ ওয়ানডেতে বদলে যাওয়া এক দল। সে থেকে এই ফরম্যাটে নিয়মিত সাফল্যে পওয়ায়, ওয়ানডে এখন টাইগাররা সমীহ করা এক দল। বিশ্বকাপে খারাপ করলেও, নিউজিল্যান্ড সিরিজ আত্মবিশ্বাস যোগাচ্ছে দলের।। ব্যাটিংয়ে শক্তি বাড়াতে মুশফিক রহিমের সাথে অভিজ্ঞ মাহমুদুল্লাহকে দলে ফিরিয়েছে বাংলাদেশ। লংকানদের বিপক্ষে ওয়ানডেতে পূর্বের সেই দাপুটে ক্রিকেট ফিরিয়ে আনার প্রত্যাশা অধিনায়ক নাজমুল শান্তর।

টাইগারল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ জিতে অনেক উজ্জিবিত শ্রীলঙ্কা। এবার ওয়ানডেতেও সেই সাফল্য পাবার চ্যালেঞ্জ লংকানদের। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৫৪ ম্যাচে ১০ পরাজয়ের বিপরীতে ৪২টিতে জিতে মানসিকভাবে এগিয়ে শ্রীলঙ্কা।

যদিও দুই বছর আগে হোম গ্রাউন্ডে লংকার বিপক্ষে ২-১ এ সিরিজ জয়, আত্নবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top