সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৫ মার্চ ২০২৪ ০৯:৪৬; আপডেট: ২৯ এপ্রিল ২০২৪ ০১:৫৯

- ছবি - ইন্টারনেট

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের অপূর্ব সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। দুই দলের মুখোমুখি ইতিহাসে দ্বিতীয় বারের মতো এই স্বাদ পেতে মুখিয়ে টাইগাররা। সব কিছু ঠিক থাকলেই আজই পেতে পারে এই ইচ্ছের পূর্ণতা। সেই লক্ষ্যেই মাঠে নেমেছে বাংলাদেশ।

সিরিজ নিশ্চিত করার মিশনে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার বেলা ২:৩০ মিনিটে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গড়াবে এই লড়াই। প্রথম ম্যাচে ৬ উইকেটের বড় জয় পাওয়ায় আজ জিতলেই সিরিজ জিতবে বাংলাদেশ।

এর আগে ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯টি দ্বিপক্ষীয় সিরিজ খেললেও হোয়াইট ওয়াশ তো দূর, বাংলাদেশ সিরিজ জিতেছে মোটে একবার। ২০২১ সালে মিরপুরে। আর ড্র হয়েছে এমন সিরিজের সংখ্যা দুটি। বাকি ছয় সিরিজে হেরেছে টাইগাররা। তবে এবার সুযোগ আছে বেশ ভালো ভাবেই।

ঘরের মাঠে খেলা, প্রথম ওয়ানডে জয়ে আত্মবিশ্বাসও টনটনে। সব মিলিয়ে চনমনে বাংলাদেশ। যদিও ছেড়ে কথা বলবে না লঙ্কানরাও। সিরিজে ফিরতে মরিয়া তারাও। এই ম্যাচ দিয়েই সমতায় ফিরতে চায়। আহত সিংহের মতো ঝাঁপিয়ে পড়বে লঙ্কানরা।

ম্যাচে আছে বৃষ্টি শঙ্কাও। ম্যাচের আগেরদিন বৃহস্পতিবার বেশ কয়েকবার বৃষ্টির দেখা মেলে চট্টগ্রামের আকাশে। ম্যাচের সময়েও আছে বৃষ্টির আশঙ্কা। যা ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে বড়সড় ভূমিকা রাখতে পারে।

এই ম্যাচে একটা পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। একাদশে দেখা যেতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। প্রথম ওয়ানডেতে তাইজুল ইসলাম ছিলেন স্বভাব বিরুদ্ধ। তাই তার জায়গায় আসতে পারেন রিশাদ।

চিন্তা আছে ওপেনারদের নিয়েও। প্রথম ম্যাচে উভয় ওপেনার ছিলেন ব্যর্থ। লিটন দাস ইনিংসের প্রথম বলেই ফেরেন গোল্ডেন ডাক মেরে, সৌম্য করেন ৩ রান। যা বেশ ভুগিয়েছে দলকে। তবে দ্বিতীয় ওয়ানডেতে এই জুটির উপর ভরসা রাখতে পারেন হাথুরু। দু'জনের আরো একটা সুযোগ মিলতে পারে ইনিংস উদ্বোধনের।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top