মান বাঁচানোর লড়াইয়ে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২৩ মে ২০২৪ ২০:৫৭; আপডেট: ১৬ জুন ২০২৪ ১৫:০২

- ছবি - ইন্টারনেট

মান বাঁচানোর লড়াইয়ে বাংলাদেশ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে টাইগাররা।

যেখানে যুক্তরাষ্ট্র নেমেছে সিরিজ নিশ্চিত করতে, সেখানে সিরিজ বাঁচানোর তাগিদ শান্তদের। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্যও দিয়েছে সায়৷ আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের।

প্রথম ম্যাচে লজ্জার হারটা বেশ চাপে ফেলে দিয়েছে টাইগারদের। যেই প্রাণোচ্ছ্বল সুখী বাংলাদেশ পা রেখেছিল হিউস্টনে, সেই বাংলাদেশকে ঘিরে এখন এক সমুদ্দুর সংশয়। তবে তা আঁকড়ে বসে থাকার সুযোগ নেই, দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে গেছে বাংলাদেশ।

বলা যায়- বাংলাদেশ দল এখন খাদের কিনারে। পা ফসকালেই সব শেষ। অন্তত সেই হারটা যে কেবল দুর্ঘটনা ছিলো, তা বোঝাতে খুব করেই চাই একটা দাপুটে জয়। যেখানে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম ম্যাচে হেরে বেশ চাপে টাইগাররা। হেরে গেলে যুক্তরাষ্ট্রের কাছে পেতে হবে সিরিজ হারের লজ্জা।

যা কখনোই পেতে চাইবে না বাংলাদেশ। বিশেষ করে বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে হারাতে চাইবে না আত্মবিশ্বাস। ফলে বেশ চ্যালেঞ্জিং একটা ম্যাচ বাংলাদেশের জন্যে।

সিরিজে ফেরার লড়াইয়ে একাদশে দুই পরিবর্তন এনেছে টাইগাররা। লিটন দাস এক ম্যাচ পর ফের বাদ পড়েছেন, ফিরেছেন তানজিদ তামিম। আর শেখ মেহেদীর বদলে ফিরেছেন তানজিম সাকিব।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকের আলি, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তানজিম সাকিব, মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top