এবার বাংলাদেশ সফর বাতিল করল নিউজিল্যান্ডের দল

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৪ ২১:৩২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৬:২০

ক্ষমতার পালাবদলের পর সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরিয়ে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এবার বাংলাদেশে নিজেদের নির্ধারিত সফর বাতিল করেছে নিউজিল্যান্ড এ দল।

আগামী সেপ্টেম্বরে দুটি চারদিনের ম্যাচ ও তিন ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করার কথা ছিল কিউই এ দলের। ম্যাচগুলো হবার কথা ছিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

তবে বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে নাগরিকদের ভ্রমণে সতর্কতা দিয়েছে নিউজিল্যান্ড সরকার। তাই সফরটি বাতিল করেছে নিউজিল্যান্ড এ দল।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ইনচার্জ শাহরিয়ার নাফিস সিরিজে বাতিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভ্রমণে সতর্কতা থাকায় বোর্ডের কিছু করার থাকে না। এটি রাষ্ট্রীয় বিষয়। ওদের সঙ্গে আলাপ করছি। আশা করছি, অন্য কোনো সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করতে পারব।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top