প্রথম ইনিংসে ১১৭ রানের লিড নিলো বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪ ১৯:১৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৬:৩৭

ছবি: সংগৃহিত

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের রান পাহাড়ে বাংলাদেশ দারুণভাবে জবাব দিয়েছে। চতুর্থ দিনে নিজেদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান তুলেছে টাইগাররা। তবে সকালের সেশনেই সেঞ্চুরি তুলে নেওয়া মুশফিকুর রহিম ডাবল সেঞ্চুরি বঞ্চিত হন।

প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করা পাকিস্তানের চেয়ে ১১৭ রানে এগিয়ে এগিয়ে আছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে আগের সর্বোচ্চ ২০১৫ সালে খুলনায় করা ৬ উইকেটে ৫৫৫ রান।

মুশফিক ও মিরাজের ব‍্যাটে সপ্তম উইকেটে প্রথম দেড়শ রানের জুটি দেখেছে বাংলাদেশ। দুই মিডল অর্ডার ব‍্যাটসম‍্যানের জুটিতে দেড়শ এসেছে ২৬৭ বলে। টেস্টে সপ্তম উইকেটে বাংলাদেশের আগের সেরা ছিল ১৪৫। ২০১০ সালে নিউ জিল‍্যান্ডের বিপক্ষে হ‍্যামিল্টন টেস্ট করেছিলেন সাকিব আল হাসান মাহমুদউল্লাহ। মুশফিককে দারুণ সঙ্গ দেওয়ার পথে নিজের সপ্তম ফিফটির দেখা পেয়েছেন মিরাজ, ১২০ বলে।

১৫৭তম ওভারের মোহাম্মদ আলির অফ স্টাম্পের একটু বাইরের ডেলিভারিতে স্কয়ার কাট করতে চেয়েছিলেন মুশফিক। বাড়তি বাউন্সের জন‍্য ঠিক মতো পারেননি। ব‍্যাটের কানায় লেগে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১৯৬ রানের জুটি। ৩৪১ বলে ২২ চার ও ১ ছক্কায় ১৯১ রান করেন মুশফিক।

শাহিন শাহ আফ্রিদির বলে মিরাজের ব‍্যাটে কানা ছুঁয়ে আসা ক‍্যাচ স্লিপে জমান সালমান। ১৭৯ বলে ৬ চারে ৭৭ রান করে ফেরেন মিরাজ। শরিফুল ইসলাম ১৪ বলে ২২ রান করেন।

পাকিস্তানের বিপক্ষে টেস্টে এই প্রথম সেঞ্চুরি পেলেন মুশফিক। আজসহ টেস্ট ক্যারিয়ারে মুশফিকের মোট সেঞ্চুরির সংখ্যা ১১। বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে এর চেয়ে বেশি সেঞ্চুরি কেবল মুমিনুল হকের (১২)। মুশফিক ছাড়িয়ে গেছেন বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা তামিম ইকবালকে (১০)।

পাকিস্তানি বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান নাসিম শাহ। দুটি করে উইকেট দখল করেন শাহিন আফ্রিদি, খুররম শাহজাদ ও মোহাম্মদ আলি।

আগের দিনের ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে বাংলাদেশ। দিনের শুরুতেই লিটন দাসকে ফেরান নাসিম শাহ। ভাঙে মুশফিক-লিটনের ১১৪ রানের দুর্দান্ত জুটি। ৭৮ বলে ৮টি চার ও ১ ছক্কায় ৫৬ রান রান আসে লিটনের ব্যাট থেকে।

এর আগে, গতকাল হাফ সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের চার ব্যাটার। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাটে। চারে নেমে মুমিনুল হক করেন ৫০ রান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top