পাকিস্তানের বিপক্ষে ম্যাচসেরা পুরস্কার বন্যার্তদের দেয়ার ঘোষণা মুশফিকে
রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৪ ১৮:০২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৬:২৩

ড্রয়ের সম্ভাবনা জাগিয়েছিল রাওয়ালপিন্ডি টেস্ট। কিন্তু জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজের কথার বাস্তব প্রতিফলন ঘটল। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়। পাকিস্তানকে ব্যাকফুটে ঠেলে দেওয়ার কাজটা এদিন করেন মূলত সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ।
আর তাতেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড (১৪৬) পাকিস্তানের সঙ্গী। ইতিহাস গড়তে বাংলাদেশের দরকার ছিল মাত্র ৩০ রান। যা বাংলাদেশ টপকে যায় বিনা উইকেটে।
এই জয়ে ১৯১ রানের ইনিংস খেলা মুশফিকুর রহিম জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসের একটি হিসেবে এটিকে দেখছেন মুশফিক। তবে ম্যাচ জয়ের জন্য দলের সবাইকে কৃতিত্ব দিয়েছেন তিনি।
সেই সঙ্গে ম্যাচসেরার পুরস্কার পাওয়া পুরো ৩ লাখ পাকিস্তানি রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৯ হাজার টাকা) বাংলাদেশের বন্যার্তদের সহায়তায় দেয়ার ঘোষণা দিয়েছেন মুশফিক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটা ঘোষণা দিতে চাই। বাংলাদেশে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য আমি আমার প্রাইজমানি দান করছি।’
আপনার মূল্যবান মতামত দিন: