বৃষ্টির বাধায় টাইগাররা, শেষ দিনে করতে হবে ১৪৩ রান

রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০৬:২০

ছবি: সংগৃহীত

পাকিস্তানের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩৭ রান করে চা বিরতিতে যায় বাংলাদেশ। এরপর তৃতীয় সেশনের খেলা শুরু হলেও এক ওভারের বেশি স্থায়ী হয়নি। আকাশে মেঘ থাকায় আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। এরপর রাওয়ালপিন্ডিতে নেমেছে ঝুম বৃষ্টি। ফলে চতুর্থ দিনের খেলা সমাপ্ত ঘোষণা করা হয়েছে।

পাকিস্তানের দেয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক মেজাজেই খেলছেন জাকির। প্রথম ওভারে এক রান নিলেও দ্বিতীয় ওভারেই খুরম শাহজাদের বলে ছক্কা হাঁকান তিনি। এরপর চা বিরতিতে যাওয়ার আগেই আরও এক ছয় এবং চারে তিনি করেন ২৭ রান।

জাকিরকে অপরপ্রান্তে যোগ্য সঙ্গ দিয়েছেন সাদমান। পাকিস্তানি বোলারদের বিপক্ষে দেখেশুনেই খেলছেন তিনি। এদিকে চা বিরতির পর তৃতীয় সেশনের খেলা শুরু হলেও আকাশে মেঘ দেখা দেয়ায় আলোকস্বল্পতা তৈরি হয়েছে, ফলে এক ওভার পরেই বন্ধ হয় খেলা।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশ কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৪২ রান, ওপেনার জাকির করেছেন ২৩ বলে ৩১ রান, অপরপ্রান্তে সাদমান করেছেন ১৯ বলে ৯ রান। জয়ের জন্য শেষদিকে টাইগারদের করতে হবে আরও ১৪৩ রান।

এদিকে ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, গতকালও রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল খেলা শুরু হবে সকাল পৌণে ১১টায়।

এর আগে রাওয়ালপিন্ডিতে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার পেসাররা। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এবারই প্রথম সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ, ক্যারিয়ারে এবারই প্রথম ৫ উইকেটের দেখা পেয়েছেন তিনি, তরুণ পেসার নাহিদ রানা নিয়েছেন ১ উইকেট। অপর উইকেটটি নিয়েছেন তাসকিন আহমেদ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top