রাওয়ালপিন্ডিতে আজও বৃষ্টির চোখরাঙানি, খেলা হবে কি?

রাজটাইমস ডেস্ক: | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৪ ১০:৩২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১০:২৪

ছবি: সংগৃহিত

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। এবার স্বাগতিকদের বাংলাওয়াশের সুযোগ পেয়েছে টাইগাররা। দ্বিতীয় টেস্টে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য ১৮৫ রান যার ৩৭ গতকালই সংগ্রহ করেছে টাইগাররা, সিরিজ জয়ের জন্য আজ শেষদিনে করতে হবে ১৪৩ রান, হাতে আছে ১০ উইকেট। তবে সফরকারীদের জয়ের পথে প্রধান বাধা হয়ে আছে বৃষ্টি।

পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে অন্যতম অনুষঙ্গ ছিল বৃষ্টি। প্রথম টেস্টেও বেরসিক বৃষ্টি বাগড়া হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয় ম্যাচের প্রথম দিন নষ্ট হয় একই কারণে, এবার চতুর্থ দিনের শেষ সেশনে এসেও বৃষ্টির কারণেই খেলা হয়নি। গতকাল শেষ সেশনের খেলা হলে জয়ের লক্ষ্যে আরও এগিয়ে থাকতে পারত টাইগাররা।

এদিকে গতকালই জানা আজও রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হতে পারে। আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট ঘুরেও একই তথ্য পাওয়া গিয়েছে। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ সেখানে প্রবল বৃষ্টি এবং বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে।

আজ সকাল পৌণে এগারটায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও আবহাওয়ার পূর্বাভাসে দেখা গিয়েছে, রাওয়ালপিন্ডিতে আজ স্থানীয় সময় ১১টা -১২টার মধ্যে বজ্রঝড় হতে পারে। দুপুরের দিকে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের দেখা মিলবে বিকাল ৩টায়।

সব মিলিয়ে আজ নির্দিষ্ট সময়ে খেলা শুরু হবে কি না তা নিয়ে আছে অনিশ্চয়তা। বৃষ্টি না থাকলেও মাঠ ভেজা থাকার কারণে খেলা শুরু হতে দেরি হতে পারে। তাই জয়ের জন্য পুরো একটা দিন টাইগাররা পাবে না বলেই ধারণা করা হচ্ছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top