মুমিনুলের ব্যাটে সেঞ্চুরি, তবুও স্কোর বড় হলো না বাংলাদেশের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:২৯

ছবি: সংগৃহিত

ব্যাট হাতে অনেকদিন ধরেই সেঞ্চুরির দেখা পাচ্ছিলেন না বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। এবার সেই অভাব ঘুচলো। ১৫ মাস পর টেস্টে পেলেন সেঞ্চুরির দেখা। সোমবার কানপুর টেস্টের প্রথম ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ করে টেস্ট ক্যারিয়ারে নিজের ১৩তম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। যার সুবাদে ২৩৩ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ।

সকাল থেকেই ভারতের বোলারদের দারুণ বোলিংয়ের পরেও স্কোরবোর্ডে ২০০ এরও বেশি রান টাইগারদের জন্য বড় অর্জন হিসেবে বিবেচিত হতেই পারে। দিনের শুরুতেই বিদায় নেন মুশফিক। এরপর মুমিনুলের সঙ্গে জুটি গড়ার চেষ্টা করেন লিটন। তবে রোহিত শর্মার দুর্দান্ত এক ক্যাচে মোহাম্মদ সিরাজের বলে আউট হয়ে ফেরেন তিনি। মিড অফের ওপর দিয়ে সীমানা পার করতে চেয়েছিলেন লিটন। কিন্তু লাফিয়ে উঠে এক হাতে দুর্দন্ত ক্যাচ নেন রোহিত।

তেমন কিছু করতে পারেননি সাকিব আল হাসানও। দায়িত্বজ্ঞানহীন শট খেলে আউট হয়েছেন অফস্পিনার অশ্বিনের বলে। এরপর মুমিনুলের সঙ্গে একটি জুটি গড়ার চেষ্টা করেন মিরাজ। তবে এই অলরাউন্ডারও বড় ইনিংস খেলতে পারেননি। ফিরেছেন ২০ করে। এরপর আর তেমন কিছুই করতে পারেনি কেউ। ২৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। মুমিনুল অপরাজিত থাকেন ১০৭ রানে।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন পেসার জাসপ্রিত বুমরাহ। এছাড়া সিরাজ, অশ্বিন, আকাশ উভয়েই নিয়েছেন দুটি করে উইকেট।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top