ইংলিশদের হারানোর লক্ষ্যে আজ মাঠে নামছে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ অক্টোবর ২০২৪ ১১:২৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:১০

ছবি: সংগৃহিত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল বাংলাদেশ। শারজায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে নিগার সুলতানা জ্যোতির দল খেলেছে দুর্দান্ত, স্কটিশদের বিপক্ষে ১৬ রানের দারুণ এক জয় পেয়েছে লাল-সবুজের দল, আইসিসির এ টুর্নামেন্টে ১০ বছর পর যা বাংলাদেশের প্রথম। প্রথম ম্যাচে জয়ের পর আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাঘিনীরা।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আইসিসির এ টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন ইংলিশরা। টি-টোয়েন্টিতে এর আগে তিনবার ইংলিশদের বিপক্ষে খেলে তিনবারই হেরেছে টাইগ্রেসরা।

তবে আজকের ম্যাচের আগে বাঘিনীদের অনুপ্রেরণা স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়া জয়। এ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের দল, লক্ষ্য ইংলিশদের বিপক্ষে জিতে সেমিফাইনালের পথে এগিয়ে যাওয়া।

ইংল্যান্ড ম্যাচের আগে বিসিবির প্রকাশিত এক ভিডিওবার্তায় এমন লক্ষ্যের কথাই জানিয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি। তিনি বলেন, যে ম্যাচগুলো বাকি আছে আরও তিনটা। সেমিফাইনালে যাওয়ার জন্য ইংল্যান্ডের সঙ্গে কালকে যে ম্যাচ সেটা তো অবশ্যই আমরা কাউন্ট করবো যেন জিততে পারি। বাকি যে ম্যাচগুলো আছে সেগুলোও ধরার চেষ্টা করবো।

ইংল্যান্ড শক্তিশালী দল হলেও বাংলাদেশ নিজেদের সর্বোচ্চটা দিয়েই লড়াই করবেন বলেও জানিয়েছেন এই ব্যাটার। তিনি বলেন, ইংল্যান্ড বরাবরই ভালো। ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে সেরা তিনের মধ্যে থাকে। আমাদের খুব বেশি খেলা হয়নি ইংল্যান্ডের সঙ্গে। তারপরও আমরা আশাবাদী যে আমরা আমাদের শেষ বিশ্বকাপে অনেক ভালো করেছিলাম। আমাদের বোলিং ইউনিটটা ছিল অনেক ভালো করেছে। আশাবাদী কালকেও ইংল্যান্ডের সঙ্গে সর্বোচ্চ দেওয়া। তারপর আসলে ফল বলে দেবে কী হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top