ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে নামছে বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৪ ১৯:০৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:২১

টেস্ট সিরিজ জয়ের পর এবার রঙিন পোশাকে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ভারত। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে স্বাগতিকরা। দুই দলের প্রথম ম্যাচটি গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যায়। ভারতের দলটি কাগজে–কলমে অনেকটা দ্বিতীয় সারির দল। থাকছেন না দেশটির অনেক তারকা ক্রিকেটার। এদিকে সাকিবকে ছাড়া বাংলাদেশের পথচলা শুরু হচ্ছে আজ থেকে।
অভিজ্ঞতায় কিছুটা এগিয়ে থাকলেও বাংলাদেশ দলও তারুণ্যে ঠাসা। এই ম্যাচে কেমন হতে পারে দুই দলের একাদশ তা নিয়ে চলছে নানা জল্পনা।
লাল-সবুজ জার্সিতে তারুণ্যে ঠাসা দলে মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমানদের মত অভিজ্ঞদের পাশপাশি আছেন পারভেজ ইমন, তানজিদ তামিম, তানজিম সাকিবরা। এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেট নেয়া লেগ স্পিনার রিশাদ হোসেনও আছেন দলে। তরুণ ক্রিকেটারদের নিয়ে গড়া দল এই সিরিজ থেকেই ভিন্ন দৃষ্টিভঙ্গিতে খেলবে বলেই জানিয়েছেন টাইগারদের অধিনায়ক নাজমুল শান্ত।
তিনি বলেছেন, ‘এই সিরিজ থেকে আমাদেরকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে খেলতে দেখবেন আপনারা। দলের সবাই মাঠে নামবে জেতার জন্য। আমি মনে করি, এই সিরিজে যারা খেলছে, তাদের সঙ্গে আরও চার-পাঁচজন ২০২৬ টি ২০ বিশ্বকাপে খেলবে। তাই বলা যায়, আগামী বিশ্বকাপের জন্য আমাদের প্রস্তুতি শুরু হচ্ছে এই সিরিজ থেকে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে সাকিব ছাড়া মোটামুটি সবাই খেলছেন ভারতের বিপক্ষে সিরিজে। সেক্ষেত্রে সাকিবের জায়গায় দলে আসতে পারেন মেহেদী মিরাজ। এদিকে একাদশে সুযোগ মিলতে পারে পারভেজ হোসেন ইমনের। সেক্ষেত্রে দল থেকে বাদ যেতে পারেন তানজিদ হাসান তামিম। এছাড়া বাংলাদেশের পেস আক্রমনে থাকছে তিন জন এক রকম নিশ্চিত। যেখানে তাসকিন আহমেদের সঙ্গে দেখা যেতে শরিফুল ইসলাম ও মুস্তাফিজকে।
এদিকে সূর্যকুমার যাদবের নেতৃত্বে দলে নতুন মুখ হিসেবে আছেন মায়াঙ্ক যাদব, নিতিশ কুমার রেড্ডি ও হার্ষিত রানারা। তবে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও দক্ষতায় বেশ এগিয়ে স্বাগতিকরা। আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে ইতোমধ্যেই তারকা বনে গেছেন মায়াঙ্ক, নীতিশ, অভিষেক শর্মারা। আইপিএলে ১৫০ কি.মি গতিতে বল করে নজর কেড়েছিলেন মায়াঙ্ক। আর কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছেন হার্ষিত রানা।
এছাড়া পুরো আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে রানের ফুয়ারা ছটিয়েছেন অভিষেক শর্মা। অধিনায়ক সূর্যকুমার, হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিংদের মত অভিজ্ঞ ক্রিকেটারদের সঙ্গে আরও আছেন রিঙ্কু সিং, রিয়ান পরাগ, সাঞ্জু স্যামসনদের মত তারকা ক্রিকেটাররা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
ভারতের সম্ভাব্য একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব
আপনার মূল্যবান মতামত দিন: