রেকর্ড রানে হেরে হোয়াইটওয়াশ হওয়ার পর যা বললেন শান্ত

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৪ ১৩:৩৫; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:১৬

ছবি: সংগৃহিত

বাংলাদেশের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ভারত। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবথেকে বেশি রান করার রেকর্ড গড়েছে সূর্যকুমার যাদবের দল। টাইগার বোলারদের নিয়ে ছেলেখেলা করে স্বাগতিকরা কাল করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২৯৭ রান।

এরপর পর্বতসমান এই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ খুব বেশি দূর এগোতে পারেনি, টাইগাররা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করতে পারে ১৬৪ রান। ফলে হারতে হয় ১৩৩ রানের বিশাল ব্যবধানে। টি-টোয়েন্টি এটিই বাংলাদেশের সবথেকে বেশি রানের ব্যবধানে হারের রেকর্ড।

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। গোয়ালিয়রে প্রথম ম্যাচে বাংলাদেশের দেয়া ১২৭ রানের লক্ষ্য ১১.৫ ওভারেই টপকে যায় ভারত। এরপর দ্বিতীয় ম্যাচে দিল্লীতে ভারতের দেয়া ২২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেটে হারে টাইগাররা। গতকাল ১৩৩ রানের হারে হোয়াইটওয়াশ হওয়া নিশ্চিত হয় টাইগারদের।

হোয়াইটওয়াশ হওয়ার পর ম্যাচ শেষে টাইগারদের অধিনায়ক শান্ত বলেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করিনি। কয়েক ওভার আমরা কিছু ম্যাচে ভালো বল করেছি কিন্তু আজ আমরা ভালো বোলিং করতে পারিনি। ঘরের মাঠে আমাদের উইকেটে পরিবর্তন আনতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে যে আমরা যেকোনো দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। আর খেলোয়াড়দেরও দায়িত্ব নিতে হবে যদি উন্নতি করতে চাই।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top