মিরপুরে হট্টগোল, ধাওয়া-পাল্টা ধাওয়া, চোখে পড়েছে প্রোটিয়াদেরও!

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৪ ২২:৩৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:৪৬

ছবি: সংগৃহিত

সাকিব আল হাসানকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলে অবসরের সুযোগ দেওয়ার দাবিতে মিরপুর স্টেডিয়ামে বিক্ষোভ করেছে তার ভক্ত-সমর্থকরা। তাদের দাবি না মানলে বিসিবি সভাপতির পদত্যাগ চেয়েছেন তারা।

পরে সাকিবিয়ানদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছে সাকিব বিরোধীরা। আর মিরপুরে এই হট্টগোল চোখে পড়েছে সফররত দক্ষিণ আফ্রিকা দলেরও।

শের-ই বাংলা স্টেডিয়ামের সামনের রাস্তা নিরাপত্তা বেষ্টনিতে ঘেরা। এর মাঝেই জড়ো হয় সাকিব ভক্তরা। কিছু সময় পর সাকিব বিরোধীরা লাঠিসোটা নিয়ে সাকিবিয়ানদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন। তাদের মুখে ছিলো 'সাকিব ভুয়া' স্লোগান। হঠাৎ আক্রমণে এলোমেলো হয়ে পড়েন সাকিবের সমর্থনে আসা ভক্তরা। তাঁরা দৌড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান।

এর আগে নিরাপত্তার অযুহাতে সাকিবকে দেশের মাটিতে শেষ টেস্ট খেলতে না দেয়ার প্রতিবাদে প্লাকার্ড হাতে জড়ো হন সাকিবিয়ানরা। সাকিবকে মিরপুর টেস্ট খেলতে না দেয়ার পেছনে বিসিবির কারসাজি আছে, মনে করছেন তারা। এমনকি বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগও দাবি করেছেন তারা।

ভক্তদের ঠেকাতে যেখানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে-সেখানে সাকিবের নিরাপত্তা দেওয়া কঠিন ছিলো না বলে মনে করেন সাকিব ভক্তরা। কোন রাজনৈতিক দলের কর্মী নয়, নিজেদের নিখাদ ক্রিকেট ভক্ত বলে দাবি বিক্ষোভকারীদের।হোটেলে ফেরার সময় সাকিবকে ঘিরে মিছিল–স্লোগান ও হট্টগোল, দৃষ্টি কেড়েছে দক্ষিণ আফ্রিকা দলেরও।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top