প্রোটিয়াদের ১০৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক: | প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৪ ১০:৩০; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:৩৮

ছবি: সংগৃহীত

হাতে ৩ উইকেট আর ৮১ রানের লিড নিয়ে আজ মিরপুর টেস্টের চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। গতকাল জাকের আলিকে নিয়ে ১১৯ রানের জুটি গড়ে প্রতিরোধ গড়েছিলেন মেহেদী মিরাজ, আজ তাঁর সঙ্গী ছিলেন নাইম হাসান।

তৃতীয় দিন শেষে এ দুজন অপরাজিত ছিলেন ৮৭ ও ১৬ রানে। দলকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দিতে আজ দিনের শুরুটা ভালো করতে হতো মিরাজ-নাইমকে, তবে তা হয়নি।

দিনের শুরুতেই কাগিসো রাবাদার দুর্দান্ত এক ডেলিভারিতে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন নাইম। বাংলাদেশের সংগ্রহ তখন ২৮৮ রান। এরপর ক্রিজে মিরাজের সঙ্গী হন তাইজুল ইসলাম। তবে তিনিও পারেননি মিরাজকে সঙ্গ দিতে।

৭ বলে ৭ রান করে উইয়ান মুল্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরত যান তাইজুল। এরপর মিরাজের সঙ্গে একমাত্র ব্যাটার হিসেবে ছিলেন হাসান মাহমুদ। ৮১ রানে দিন শুরু করা মিরাজ তখন ব্যাট করছিলেন ৯৭ রানে। দ্রুত দুই উইকেট হারানোর পর অভিজ্ঞ এই অলরাউন্ডার নিজের সেঞ্চুরি তুলে নিতে পারবেন কি না এমন শঙ্কা তৈরি হয়েছিল।

সে শঙ্কাই সত্যি হয়েছে, তবে সঙ্গীর অভাবে নয়, মিরাজ সেঞ্চুরি হাঁকানোর সুযোগ হারিয়েছেন নিজেই আউট হয়ে। নাইমকে ফিরিয়ে ইনিংসে নিজের ফাইফার পূরণ করা রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মিরাজ, বাংলাদেশের সংগ্রহ তখন ৩০৭, জয়ের জন্য প্রোতিয়াদের লক্ষ্য দাঁড়ায় ১০৬ রানের।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top