নতুন অধিনায়ক করে অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরের দল ঘোষণা পাকিস্তানের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৪ ২০:৪৮; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:১৩

এই মাসের শুরুর দিকেই ওয়ানডে ও টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়েন বাবর আজম। বাবর আজমের সরে দাঁড়ানোর পর পাকিস্তানের সাদা বলের নতুন অধিনায়কের নাম ঘোষণা ছিল সময়ের ব্যাপার মাত্র। অস্ট্রেলিয়া ও জিম্বাবুয়ে সফরকে সামনে রেখে অবশেষে নতুন অধিনায়ক বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
মোহাম্মদ রিজওয়ান যে নতুন অধিনায়ক হবেন সেটা নিয়ে আলোচনা ছিল আগে থেকেই। অবশেষে এই উইকেটরক্ষক ব্যাটার রিজওয়ানকে বেছে নিয়েছে তারা। সালমান আলী আগাকে করা হয়েছে সহ-অধিনায়ক।
দুই দেশ সফরে যাওায়া পাকিস্তানের দল নির্বাচনের পেছনে যুক্তি তুলে ধরে এক বিবৃতিতে পিসিবি নির্বাচকরা বলেছেন, ‘রোটেশন পলিসি মেনেই স্কোয়াড নির্বাচন করা হয়েছে, যাতে ঘরোয়া ক্রিকেটের পারফরমাররাও যথেষ্ট সুযোগ পান। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে বোর্ডের কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত।’
দলে অদলবদলের বিষয়টি যে শুধু বাবর-কেন্দ্রিক সেটি বোঝাতে নির্বাচকরা মোহাম্মদ রিজওয়ানের উদাহরণ টেনে বলেছেন, ‘বাবর আজম, শাহিন আফ্রিদি এবং নাসিম শাহ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে না থাকলেও তাদের অস্ট্রেলিয়া সিরিজে ফেরানো হয়েছে। আবার মোহাম্মদ রিজওয়ানকে অস্ট্রেলিয়া সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ রাখা হলেও জিম্বাবুয়ের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে রাখা হয়নি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: আমির জামাল, আব্দুল্লাহ শফিক, আরাফাত মিনহাজ, বাবর আজম, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবউল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহিন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, ওমাইর বিন ইউসুফ, সাহেবজাদা ফারহান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মোকিম, উসমান খান।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে দল: আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, হারিস রউফ, হাসিবুল্লাহ, কামরান গোলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), মুহাম্মদ ইরফান খান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাহনওয়াজ দাহানী, তৈয়ব তাহির।
জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি দল: আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, হারিস রউফ, হাসিবুল্লাহ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মুহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, কাসিম আকরাম, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা, সুফিয়ান মোকিম, তৈয়ব তাহির, উসমান খান।
আপনার মূল্যবান মতামত দিন: