জিসান-সাইফুদ্দিনের ১২ বলে ৫৫ রানের ইনিংসে বাংলাদেশের বড় জয়

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২৪ ১২:৪৯; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:১৩

ছবি: সংগৃহিত

সাত বছর পর আবার শুরু হয়েছে হংকং সিক্সেস টুর্নামেন্ট। ১-৩ নভেম্বর টিন কোং রোড ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগীতা যেখানে আছে ভারত-পাকিস্তানের মত বড় দলও। এ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ।

হংকং সিক্সেস মূলত ছোট পরিসরের ক্রিকেট ম্যাচের টুর্নামেন্ট। এ বছর এখানে খেলা হবে ৬ ওভারে। প্রতি দলে থাকবে ৬ জন করে ক্রিকেটার। এক দলের যে কোনো একজন বোলার ২ ওভার বল করতে পারবেন, বাকিরা ১ ওভার বল করতে পারবেন। এবারের আসরে অংশ নিয়েছে ১২টি দল। ১২টি দলকে চারটি পুলে ভাগ করা হয়েছে যার প্রতিটিতে আছে ৩টি দল।

এবারের আসরে বাংলাদেশ আছে পুল ডি তে যেখানে তাদের সঙ্গী ওমান ও শ্রীলঙ্কা। নিজেদের প্রথম ম্যাচে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ যেখানে আগে ব্যাত করতে নেমে ৬ ওভারে রান করেছে ১৪৭। বাংলাদেশের হয়ে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন জিসান আলম। তিনি ১২ বল খেলে ১ চার আর ৮ ছয়ে করেন ৫৫ রান।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত ব্যাট করেছেন মোহাম্মদ সাইফুদ্দীনও, তিনিও ১২ বলে করেছেন ৫৫ রান, ৩টি চার ও ৭টি ছয় হাঁকিয়েছেন তিনি। এরপর টুর্নামেন্টের নিয়মানুযায়ী রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। এ দুজন ছাড়া বাংলাদেশের হয়ে ইয়াসির আলী করেছেন ৯ বলে ২৬ ও আবু হায়দার করেন ৩ বলে ৪ রান।

১৪৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ওমান থেমেছে ১১৩ রানে। ব্যাট হাতে ঝড় তোলা জিসান বল হাতেও দেখিয়েছেন নৈপুণয, তিনি ১ ওভার বল করে নিয়েছেন ২ উইকেট। এছাড়া বল হাতে একটি করে উইকেট পেয়েছেন সাইফুদ্দীন, সোহাগ গাজী ও আবু হায়দার। বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে ১১৩ রানেই অল আউট হয় ওমান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top