অস্ট্রেলিয়াকে উড়িয়ে সিরিজে সমতায় পাকিস্তান
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪ ২২:০২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:৩৮

নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমেই হেরে গিয়েছিল পাকিস্তান। অস্কট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ম্যান ইন গ্রিনদের হারিয়ে দেয় স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচ দিয়েই ঘুরে দাঁড়িয়েছে সফরকারীরা।
আগে বল করতে নেমে হারিস রউফের তোপের মুখে অজিরা অল আউট হয় ১৬৩ রানে। এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দাপুটে ব্যাটিং করেছেন সাইম আইয়্যুব, তাকে যোগ সঙ্গ দিয়েছেন আব্দুল্লাহ শফিক। ৮২ রান করে সাইম ফিরলেও ১৪১ বল হাতে রেখে ৯ উইকেটের বড় জয় পেয়েছে রিজওয়ানের দল, তাতে সিরিজেও সমতায়ও ফিরেছে ম্যান ইন গ্রিনরা।
টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের পধিনায়ক রিজওয়ান। এরপর বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন পাকিস্তানি পেসাররা। অজিদের দুই ওপেনারকে ফেরান শাহিন আফ্রিদি। এরপর রউফের তোপে আর খুব বেশি এগোতে পারেননি অজি ব্যাটাররা।
দুর্দান্ত বোলিংয়ে অজিদের ৫ উইকেট তুলে নিয়েছেন রউফ। তার বলে একে একে আউট হন জশ ইংলিস, মার্নাস লাবুশেন ও গ্লেন ম্যাক্সওয়েলরা। স্টিভেন স্মিথের উইকেট নিয়েছেন মোহাম্মদ হাসনাইন। এছাড়া আফ্রিদি নিয়েছেন ৩ উইকেট ও নাসিম শাহ পেয়েছেন ১টি। পেসারদের তোপের মুখে অজিরা অল আউট হয় ১৬৩ রানে।
এরপর ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দুই পাকিস্তানি ওপেনার খেলেছেন দুর্দান্ত। মিচেল স্টার্ক,প্যাট কামিন্সদের সামলিয়ে স্কোরবোর্ডে দ্রুত রান তুলেছেন এ দুজন। উদ্বোধনী জুটিতে দুজনে স্কোরবোর্ডে তুলেন ২০.২ ওভারে ১৩৭ রান। এক পর্যায়ে অজিদের সামনে জেগেছিল ১০ উইকেটে হারের শঙ্কা।
অজি পেসারদের সামলে দ্রুত রান তুলেছেন সাইম। সেঞ্চুরির দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি, তবে অ্যাডাম জাম্পার বলে ক্যাচ তুলে দিয়ে হ্যাজলউডের মুঠোবন্দী হয়ে ফিরতে হয়েছে তাকে। তবে সাইম ফিরলেও জয় তুলে নিতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ম্যান ইন গ্রিনদের। এরপর বাবর আজমকে সঙ্গে নিয়ে দলকে জয়ের বন্দরে ভেড়ান আব্দুল্লাহ শফিক, তিনি অপরাজিত ছিলেন ৬৪ রানে, বাবর অপরাজিত ছিলেন ১৫ রানে।
আপনার মূল্যবান মতামত দিন: