প্রীতি ম্যাচে মালদ্বীপের কাছে হারল বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৪ ২০:৩৪; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:৪৩

গত বছর মালদ্বীপের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ড্র করেছিল বাংলাদেশ। তবে এবার আর তা হলো না। একের পর এক সুযোগ মিস করেও গোলের দেখা পেলেন না রাকিব-মোরসালিনরা।
১৮তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তারপর আর ম্যাচে ফেরা হয়নি বাংলাদেশের। শেষ পর্যন্ত মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের হার নিয়েই মাঠ ছাড়েন হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
বুধবার (১৩ নভেম্বর) মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে বসুন্ধরা কিংস অ্যারেনায় নেমেছিল বাংলাদেশ। ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ছিল কাবরেরার শিষ্যরা। একের পর আক্রমণ করেছে, তবে ফিনিশিংটা যে ঠিকঠাক হয়নি। উল্টো ১৮তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
হামজা মোহাম্মদের ফ্রি-কিকে বক্সের ভেতরে একেবারে ফাঁকায় ছিলেন আলী ফাসির। পোস্টের সামনে থেকে অনায়াসেই হেডে বল জালে জড়ান এই ফুটবলার। একেবারে আনমার্কিং থাকায় গোলরক্ষক মিতুল মারমার তখন কিছুই করার ছিল না।
আপনার মূল্যবান মতামত দিন: