সিরিজ বাঁচাতে মাঠে নামছে বাংলাদেশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪ ১১:১২; আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ০২:১৩

এন্টিগা বিভীষিকা এখনো ভুলতে পারেনি বাংলাদেশ। কাটেনি সেই হারের তিক্ত রেশ। এরই মধ্যে ভেন্যু বদলে আবারো মুখোমুখি হচ্ছে দুই দল। সিরিজ বাঁচাতে এবার জ্যামাইকার সাবিনা পার্কে খেলবে তারা। খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।
দিন তিনেকের বিরতি শেষে আজ আবার মাঠে ফিরছে লিটন-তাসকিনরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য সিরিজ জয়, বাংলাদেশ লড়াই করবে সিরিজ বাঁচাতে।
দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে এন্টিগায় বাংলাদেশকে ২০১ রানের বিশাল ব্যবধানে হারায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এগিয়ে যায় ১-০ ব্যবধানে। আজ জিতলেই তারা নিশ্চিত করবে সিরিজ, ড্র-তেও বদলাবে না ভাগ্য।
অন্যদিকে সিরিজ জয়ের আর কোনো সুযোগ নেই বাংলাদেশের। সম্ভব হলে দ্বিতীয় টেস্ট জিতে কেবল সমতা ফেরাতে পারে টাইগাররা। ড্র করলেও হবে না রক্ষা, সিরিজ হবে হাতছাড়া।
তবে সেই সুযোগ দিতে চায় না ওয়েস্ট ইন্ডিজ, ধবলধোলাই করতে প্রতিজ্ঞ তারা। মাঠে নামার আগেই ব্যাটার জশুয়া দা সিলভা বলেন, ‘আমরা এখনো হাল ছাড়িনি, ২-০ ব্যবধানে সিরিজ জিততে চাই।’
আপনার মূল্যবান মতামত দিন: