চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইবরাহিমের বিশ্ব রেকর্ড
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৫; আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ২১:৪১

চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো অংশ নিয়েই বিশ্ব রেকর্ড গড়লেন আফগানিস্তানের তারকা ওপেনার ইব্রাহিম জাদরান।
ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন আফগান এই ওপেনার।
বুধবার পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির চলতি আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-আফগানিস্তান। এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় আফগানরা।
দলীয় ৮.৫ ওভারে স্কোর বোর্ডে ৩৭ রান জমা করতেই আফগানিস্তান হারায় প্রথম সারির ৩ ব্যাটসম্যানের উইকেট। একের পর এক সাজঘরে ফেরেন রহমানউল্লাহ গুরবাজ, সাদিকুল্লাহ অটল ও রহমত শাহ।
এরপর দলের হাল ধরেন ওপেনার ইব্রাহিম জাদরান আর অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি। চতুর্থ উইকেটে তারা ১২৪ বলে ১০৩ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান। ৬৭ বলে ৪০ রানে ফেরেন হাশমতউল্লাহ।
ইনিংসের শুরু থেকে অনবদ্য ব্যাটিং করে ১০৬ বলে ৬টি চার আর তিনটি ছক্কার সাহায্যে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান ইব্রাহিম জাদরান। ওয়ানডে ক্রিকেটে এটা তার ষষ্ঠ সেঞ্চুরি।
শুধু সেঞ্চুরি করাই নয়, ইনিংস ওপেন করতে নেমে শেষ ওভারে বাউন্ডারিতে ক্যাচ তুলে সাজঘরে ফেরার আগে ১৪৬ বলে ১২টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১৭৭ রান করেন ইবরাহিম জাদরান।
আপনার মূল্যবান মতামত দিন: