ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে দশ নম্বরে বাংলাদেশ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৫ ১৮:০৫; আপডেট: ৭ মে ২০২৫ ০০:২৭

ছবি: সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে দাপট দেখানো বাংলাদেশ এখন এই ফরম্যাটেও পিছিয়ে পড়ছে। চলতি বছর খুব বেশি ওয়ানডে খেলেনি তারা। কেবল চ্যাম্পিয়ন্স ট্রফিতেই খেলেছে। কিন্তু তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হোয়াইটওয়াশ ও আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হারেই মূলত র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে নাজমুল হোসেন শান্তর দল। দলের অবনতি হয়েছে এক ধাপ। ফলে বাংলাদেশের অবস্থান এখন দশ নম্বরে।

সোমবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি সদস্য দেশগুলোর তিন ফরম্যাটে র‌্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদ তালিকা প্রকাশ করেছে। ওয়ানডেতে বাংলাদেশ দল ৪ পয়েন্ট হারিয়েছে। তাদের রেটিং পয়েন্ট এখন ৭৬। হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে ২০২৪ সালের মে থেকে এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোর রেটিংয়ের শতভাগ বিবেচনায় নেওয়া হয়েছে। আর আগের দুই বছরের ম্যাচগুলোর রেটিংয়ের ৫০ ভাগ হিসাব করা হয়েছে। ওয়ানডেতে পিছিয়ে গেলেও অন্য দুই সংস্করণে আগের মতোই নবম স্থানে আছে বাংলাদেশ।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ৫০ ওভারের ক্রিকেট বাংলাদেশ দাপট দেখিয়ে খেলছে। কিন্তু গত বছর থেকে এই ফরম্যাটেও ভাটার টান ছিল পারফরম্যান্সে। গত বছরের শুরু থেকে এখন অব্দি বাংলাদেশ ১১ ওয়ানডে খেলেছে, যার মধ্যে কেবল তিনটি ম্যাচ জিততে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। গত বছরের নভেম্বরের আগে বাংলাদেশের অবস্থান ছিল ৮ নম্বরে। কিন্তু নিচে থাকা আফগানিস্তানের সাথে ২-১ ব্যবধানে সিরিজ হেরে নয় নম্বরে নেমে যায় লাল-সবুজ জার্সিধারীরা। তাতে প্রায় ৬ মাসের ব্যবধানে বাংলাদেশ আরেক ধাপ নিচে নেমেছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top