এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহারের গুঞ্জন উড়িয়ে দিল ভারত

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২৫ ১৮:৫৬; আপডেট: ১৯ মে ২০২৫ ২৩:১৩

- ছবি - ইন্টারনেট

ভারতীয় সংবাদমাধ্যমে সোমবার (১৯ মে) সকাল থেকেই একটি খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে। যাতে বলা হয়, এশিয়া কাপে অংশ নেবে না ভারত।

কারণ হিসেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নকভির কথা সামনে আনা হয়। বলা হয়, যেহেতু বর্তমান এসিসি প্রধান পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রী, তাই এসিসির কোনো টুর্নামেন্টেই ভারত আর অংশ নেবে না।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একজন দায়িত্বশীল কর্মকর্তার বরাত দিয়ে প্রচারিত এই সংবাদকে অসত্য বলে উড়িয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া।

ভারতীয় সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া এক বিবৃতিতে বিসিসিআই সাইকিয়া স্পষ্ট করে বলেন, ‘আজ (সোমবার) সকাল থেকে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, বিসিসিআই এশিয়া কাপ এবং নারী ইমার্জিং এশিয়া কাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই। এসিসির কোনো ইভেন্টে অংশগ্রহণ না করার বিষয়ে বিসিসিআই এখন পর্যন্ত কোনো আলোচনা পর্যন্ত করেনি, সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা।’

এর আগে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, বিসিসিআই ‘মৌখিকভাবে’ এসিসিকে জানিয়ে দিয়েছে যে তারা আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নারী ইমার্জিং এশিয়া কাপে অংশ নেবে না, এবং ভবিষ্যতের সব এসিসি টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়টি সরকারের নির্দেশনার ওপর নির্ভর করছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top