আজ সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৮ জুলাই ২০২৫ ০৯:৩৪; আপডেট: ৮ জুলাই ২০২৫ ০৯:৫১

সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে আজ মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলেতে বাংলাদেশ সময় বেলা তিনটায় মাঠে গড়াবে ম্যাচটি। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। দুই দল এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে লড়বে।
শ্রীলঙ্কার মাটিতে কখনো ওয়ানডে সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ এসেছে টাইগারদের। কলম্বোর প্রেমাদাসায় প্রথম ওয়ানডেতে ৭৭ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে মেহেদি মিরাজের দল। তবে দ্বিতীয় ওয়ানডেতে বোলারদের কৃতিত্বে ১৬ রানে জয় পায় টাইগাররা। সিরিজে ফেরে সমতা।
দ্বিতীয় ম্যাচে পারভেজ ইমন ও তাওহীদ হৃদয় পেয়েছেন হাফসেঞ্চুরি। তবে বাংলাদেশের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ৩৯ রানে পেয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। টানা সাত ম্যাচে হারার পর জয়ে এসেছে টাইগারদের। ফিরেছে আত্মবিশ্বাস। পাল্লেকেলেতে যা কাজে লাগাতে প্রস্তুত টাইগাররা। পারভেজ হোসেন ইমন জানতেন না লঙ্কায় কখনো সিরিজ জেতেনি বাংলাদেশ। এবার তা করে দেখাতে চান তিনি।
আপনার মূল্যবান মতামত দিন: