প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্য বাংলাদেশের
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ ১১:৪৯; আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২১:১৬

প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে আজ বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৮৩ রানের জয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে রান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়।
তৃতীয় ও শেষ ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের স্বাদ নিবে বাংলাদেশ। সিরিজ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টাইগাররা।
বাংলাদেশ ব্যাটার শামীম হোসেন বলেন, ‘দ্বিতীয় ম্যাচে জয় আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। এখন আমাদের সিরিজ জয়ের ভালো সুযোগ আছে। আশা করি, ভালো খেলতে পারলে এ ম্যাচেও জয় সম্ভব।’
শ্রীলঙ্কার বিপক্ষে কখনো টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এর আগে পাঁচটি দ্বিপাক্ষীক সিরিজ খেলেছে দুই দল। ২০১৭ সালে শ্রীলঙ্কায় দুই ম্যাচের সিরিজ ড্র, এখন অবধি টাইগারদের সেরা ফলাফল। সব মিলিয়ে ১৯ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। যেখানে টাইগারদের জয় ৭টিতে এবং হার ১২টিতে।
আজকের ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দীর্ঘ সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। সফরের শুরুতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হেরেছে টাইগাররা।
সফরের শেষ ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। কিন্তু ব্যাটিং নিয়ে চিন্তার ভাঁজ রয়েছে টাইগার শিবিরে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি বাংলাদেশের ব্যাটাররা। তবে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপকে নেতৃত্ব দেন অধিনায়ক লিটন দাস। ৫০ বলে ৭৬ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। ৭৮ রানে চতুর্থ উইকেট পতনের পর শামীম হোসেনকে নিয়ে ৩৯ বলে ৭৭ রানের জুটি গড়েন লিটন। ২৬ বলে ৪৮ রানের ইনিংস খেলেন শামীম। শামীম জানান, সিরিজ নির্ধারণী ম্যাচে জয়ের জন্য দ্বিতীয় ম্যাচের মতই ব্যাটিং করার লক্ষ্য। জয়ী একাদশ নিয়েই সিরিজ নির্ধারণী ম্যাচে খেলতে নামার সম্ভাবনা বেশি বাংলাদেশের।
বাংলাদেশ দল : লিটস দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মাহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন।
শ্রীলঙ্কা দল : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দিনুথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহেশ থিকশানা, জেফরি ভান্ডারসি, চামিকা করুনারত্নে, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো, এহসান মালিঙ্গা।
আপনার মূল্যবান মতামত দিন: