পাকিস্তান সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ ২১:২৮; আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০২:২১

ইতিহাস গড়ে আজ দেশে ফিরেছেন লিটন-তাসকিনরা। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে সিরিজ হারানোর সুখস্মৃতি নিয়ে ঢাকায় পা রেখেছেন তারা। তবে তা উপভোগ করার সুযোগ পাচ্ছে না টাইগাররা।
এমন অর্জন নিয়ে দেশে ফিরেও স্বস্তিতে নেই দল। ২০ জুলাই মাঠে নামতে হবে ফের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইতোমধ্যেই ঢাকায় এসে বসে আছে সালমান আগার পাকিস্তান।
এদিকে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজের জন্য বৃহস্পতিবার (১৭ জুলাই) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সদ্য সিরিজজয়ী দলটির ওপরই আস্থা রেখেছে বিসিবি। দলে নেই কোনো পরিবর্তন।
এবারো স্কোয়াডে জায়গা পাননি নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলামরা। তবে জায়গা ধরে রেখেছেন মেহেদী মিরাজ।
আগামী ২০, ২২ ও ২৪ জুলাই মুখোমুখি বাংলাদেশ ও পাকিস্তান। প্রতিটি ম্যাচই হবে মিরপুরে, বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ স্কোয়াড
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মোহাম্মদ সাইফউদ্দিন
আপনার মূল্যবান মতামত দিন: