২০২৬ বিশ্বকাপের টিকিটের মূল্যের তালিকা প্রকাশ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ২১:৩৭; আপডেট: ১৯ জুলাই ২০২৫ ০০:৪৩

২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রায় বছরখানেক আগেই টুর্নামেন্টের টিকিট সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করেছে আয়োজক ফিফা। বিশ্বকাপের এই আসর যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। প্রথমবারের মতো তিন দেশের আয়োজনে ৪৮টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে।
ফিফা জানিয়েছে, আগামী ১০ সেপ্টেম্বর থেকে টিকিট সংগ্রহের জন্য প্রাথমিক আবেদন করতে পারবেন ফুটবল অনুরাগীরা। যা চালু থাকবে আগামী বছরের ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন পর্যন্ত। ব্যাপক চাহিদার কারণে টিকিট বিক্রির প্রক্রিয়া ধাপে ধাপে শেষ করা হবে।
টিকিট ক্রয়ে ইচ্ছুক ব্যক্তিদের fifa.com/tickets (ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন করে ফিফা আইডি থাকা আবশ্যক)-এর মাধ্যমে প্রাথমিক আবেদন করতে হবে।
টিকিট ক্রয়ই অবশ্য মাঠে বসে খেলা দেখার জন্য যথেষ্ট হবে না। তার আগে বরং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাইরে থেকে যাওয়া সমর্থকদের প্রবেশের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে। পরবর্তীতে সঙ্গে রাখতে হবে সেসব কাগজপত্র।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ উপভোগ করতে ক্যাটাগরি ভিত্তিক ৩৫৩ ডলার থেকে ৭০৬ ডলার (৪২ হাজার ৮২০ টাকা থেকে ৮৫ হাজার ৬০০ টাকা) পর্যন্ত খরচ করতে হবে। গ্রুপ পর্ব ও শেষ ৩২ পর্বের টিকিটের দাম থাকবে ৮২ ডলার থেকে ২৫৯ ডলারের (৯ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ৪০০ টাকা) মধ্যে।
শেষ ষোলো পর্বের ম্যাচ মাঠে বসে উপভোগ করতে গুনতে হবে ১১৮ ডলার থেকে ৩১৮ ডলার (১৪ হাজার ৩০০ টাকা থেকে ৩৮ হাজার ৫০০ টাকা)। আর কোয়ার্টার ফাইনালের ম্যাচর জন্য টিকিটপ্রতি খসাতে হবে ২৩৫ ডলার থেকে ৪৯৪ ডলার (২৮ হাজার ৫০০ টাকা থেকে ৫৯ হাজার ৯০০ টাকা)
সেমিফাইনালের টিকিটের মূল্য নির্ধারণ কড়া হয়েছে ৪১২ ডলার থেকে ১ হাজার ১১৮ ডলার (৪৯ হাজার ৯০০ টাকা থেকে ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা)। আর ফাইনাল ম্যাচে মাঠে বসে দেখতে চাইলে গুনতে হবে ৭০৬ ডলার থেকে ১ হাজার ৮৮২ ডলার (৮৫ হাজার ৬০০ টাকা থেকে ২ লাখ ২৮ হাজার ৩০০ টাকা)।
এছাড়া ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের মাধ্যমেও টিকিট বিক্রির পরিকল্পনা করেছে ফিফা। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভেন্যু সিরিজ প্যাকেজের মাধ্যমে একক আয়োজক শহরে ৪ থেকে ৯ ম্যাচ উপভোগ করতে সর্বনিম্ন দাম ৮ হাজার ২৭৫ ডলার (১০ লাখ ৩ হাজার ৮০০ টাকা) খরচ করতে হবে।
এছাড়া বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট একটি দলের সব ম্যাচ মাঠে বসে দেখতে চাইলে আপনাকে নিতে হবে ফলো মাই টিম সিরিজ প্যাকেজ। নির্দিষ্ট একটি দলের গ্রুপ পর্বের সব ম্যাচ (স্বাগতিক দল বাদে) দেখার খরচ পড়বে সর্বনিম্ন দাম ৬ হাজার ৭৫০ ডলার (৮ লাখ ১৮ হাজার ৯০০ টাকা)।
ফিফার আশা– ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬৫ লাখ দর্শকের উপস্থিতি থাকবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, ‘যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপের অবিশ্বাস্য সাফল্যের পর ২০২৬ বিশ্বকাপ নিয়েও রোমাঞ্চনা নতুন উচ্চতায় পৌঁছেছে। আমরা সকল সমর্থককে উৎসাহিত করছি তারা যেন বহুল কাঙ্ক্ষিত ও লোভনীয় আসন অর্জনের জন্য প্রস্তুত হন।’
আপনার মূল্যবান মতামত দিন: