রাসেলের বিদায়ী ম্যাচে জিতল অস্ট্রেলিয়া

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ জুলাই ২০২৫ ১১:৪৩; আপডেট: ২৩ জুলাই ২০২৫ ২০:০০

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন- এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন আন্দ্রে রাসেল।

ঘোষণা অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে বুধবার (২৩ জুলাই) নিজের শেষ ম্যাচটি খেলতে নামেন এই তারকা ক্রিকেটার। বিদায়ী ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন রাসেল। তাতে অবশ্য লাভ হয়নি। ম্যাচটিতে ক্যারিবিয়ানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া।

এই জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। এর আগে প্রথম ম্যাচে ৩ উইকেটে জিতেছিল মিচেল মার্শের দল। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে আগামী ২৬ জুলাই মাঠে নামবে দুই দল।

কিংস্টোনের সাবিনা পার্কে বিদায়ী ম্যাচে রাসেলকে সংবর্ধনা দেওয়া হয়। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৭২ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এদিন ব্যাট হাতে নিজের চেনা ছন্দে ছিলেন রাসেল। ১৫ বলে ২ চার এবং ৪ ছয়ের সাহায্যে খেলেন ৩৬ রানের ইনিংস। স্বাগতিকদের ইনিংসে ব্র্যান্ডন কিংয়ের অবদান সর্বোচ্চ ৫১ রান। ৩৬ বল খেলেন এই ওপেনার। ৯ বলে ১৮ রান করেন গুদাকেশ মোটি। এছাড়া রোস্টন চেজ ১৬ ও শিমরন হেটমায়ার করেন ১৪ রান। ২৯ রানে ৩ উইকেট নেন অ্যাডাম জাম্পা। নাথান এলিস ও গ্লেন ম্যাক্সওয়েলের শিকার দুটি করে উইকেট।

জবাবে ১৫.২ ওভারে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া। দলীয় ৪২ রানে দুই ওপেনার ম্যাক্সওয়েল ও মার্শকে হারায় ও অজিরা। তৃতীয় উইকেটে ১৩১ রানের নিরবচ্ছিন্ন জুটি গড়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের স্বপ্ন মাটি করে দেন জশ ইংলিশ ও ক্যামেরুন গ্রিন। ৩৩ বলে ৭ চার ও ৫ ছয়ের মারে অপরাজিত ৭৮ রান করেন আগেরজন। ৫৬ রানে অপরাজিত থাকেন গ্রিন। ৩২ বলে ৩ চারের পাশাপাশি চারটি ছয় মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেসন হোল্ডার ও আলজারি জোসেফ একটি করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ: ১৭২/৮ (২০ ওভার); কিং ৫১, রাসেল ৩৬, মোটি ১৮*; জাম্পা ৩/২৯

অস্ট্রেলিয়া: ১৭৩/২ (১৫.২ ওভার); ইংলিশ ৭৮*, গ্রিন ৫৬*; হোল্ডার ১/২৮

ফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী

ম্যাচসেরা: জশ ইংলিশ



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top