রিশাদের ঘূর্ণিতে ৭৪ রানে জিতল বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫ ২১:৪০; আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০০:৫০

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি বাংলাদেশ। শেরে বাংলা স্টেডিয়ামে আজ প্রথম ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে টাইগাররা। মিরপুরের কালো পিচে বেশ সংগ্রাম করে ২০৭ রানের সংগ্রহ গড়ে মেহেদি মিরাজের দল। তবে ছোট সংগ্রহেই জয়ের দেখা পেয়েছে টাইগাররা। রিশাদ হোসেনের ঘূর্ণিতে ক্যারিবীয়রা ১৩৩ রানে অল আউট হলে ৭৪ রানের জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।
বাংলাদেশের দেওয়া ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা হয়েছিল দুর্দান্ত। টাইগার ব্যাটাররা যেখানে পুরো ইনিংসেই সংগ্রাম করেছেন সেখানে দুই ক্যারিবীয় ওপেনার মিলে গড়েন ৫১ রানের উদ্বোধনী জুটি। তবে ব্র্যান্ডন কিং ও অলিক আথানেজের জুটি ভাঙেন রিশাদ হোসেন।
৩৬ বলে ২৭ রান করে রিশাদের বলে লেগ বিফোর উইকেট হয়ে আউট হন আথানেজ। ক্যারিবীয়দের শুরুটা ভালো হলেও ধস নামতে সময় লাগেনি। রিশাদের ঘূর্ণিতে মুহূর্তেই গুড়িয়ে যায় টপ অর্ডার।
ক্যারিবীয়দের প্রথম ৫ ব্যাটারকেই আজ আউট করেছেন রিশাদ। আথানেজ ফেরার পর একে বিদায় নেন কিসি কার্টি, কিং, শেরফান রাদারফোর্ড, রোস্টন চেজরা। গুদাকেশ মোতিকে ফেরান মিরাজ। এক পর্যায়ে ক্যারিবীয়দের ১০০ রানে ৬ উইকেট তুলে নিয়ে জয়ের আশা ফেরায় টাইগাররা।
দলীয় ১১৮ রানে তানভীর ইসলামের বলে আউট হন ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ। এরপর রমারিও শেফার্ডরাও দ্রুতই ফিরলে শেষ পর্যন্ত ১৩৩ রানেই অল আউত হয় ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে ব্যাট করতে নেমে ২০৭ রান করে বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ দিয়েই দলে ফিরেছেন সৌম্য সরকার। আজ ওপেনিংয়ে সাইফ হাসানের সঙ্গীও ছিলেন তিনিই। তবে এ দুজনের উদ্বোধনী জুটিতে ৮ রানের বেশি স্কোরবোর্ডে ওঠেনি।
ইনিংসের দ্বিতীয় ওভারেই আউট হন সাইফ।দ্বিতীয় ওভারের পঞ্চম বলে রোমারিও শেফার্ড সাজঘরে ফেরান সাইফকে। আউট হওয়ার আগে তিনি ৬ বলে ৩ রান করেন।
এদিকে সাইফ ফেরার পরের ওভারেই সাজঘরে ফিরেন আরেক ওপেনার সৌম্যও। একটি চার হাঁকিয়ে ভালো কিছুর আভাস দিলেও শেষ পর্যন্ত আর তা হয়নি। তৃতীয় ওভারের প্রথম বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন সৌম্য। ফেরার আগে করেন ৬ বলে ৪ চার।
আপনার মূল্যবান মতামত দিন: